দুই বাংলায় সনাতন ধর্ম বিপন্ন, যুব দিবসে বড় বার্তা শুভেন্দুর

জেলা রাজনীতি রাজ্য সংস্কৃতি

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:- ১২ জানুয়ারি, দেশজুড়ে উদযাপিত হচ্ছে স্বামী বিবেকানন্দের জন্মদিন, যা জাতীয় যুব দিবস নামেও পরিচিত। এই বিশেষ দিনে হাওড়ার যুব দিবস অনুষ্ঠানে উপস্থিত হয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি বড় বার্তা দেন। তিনি বলেন, ‘স্বামীজী বলেছিলেন সনাতনের কোন বিকল্প নেই। কিন্তু আজ দুই বাংলাতেই সনাতন ধর্ম বিপন্ন।’

শুভেন্দু অধিকারী রাজ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে তীব্র আক্রমণ করে আরও বলেন, ‘এই রাজ্যে হিন্দুরা ৫০০-১০০০ টাকায় বিক্রি হয়ে যায়। অথচ উত্তর প্রদেশের রামপুরে মুসলিম জনসংখ্যার ৫০০ জন আবাস যোজনা পেলেও তাঁরা একটাও ভোট মোদীকে দেয় না। মুসলিমরা জানে কোথায় তাঁদের ভোট দিতে হবে।’

তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করে তিনি আরও বলেন, ‘ওদিকে মনোজ আর এদিকে কৈলাশ ভয়ের বাতাবরণ তৈরি করেছে। ডুমুরজলার পাশে বস্তিতে আগুন লাগার পর আমরা সাহায্য করতে চেয়েছিলাম, কিন্তু আমাদের বাধা দেওয়া হয়।’

হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে বার্তা দিয়ে শুভেন্দু বলেন, ‘হিন্দু জাগো। আজ যেখানে তোমরা বাড়ি তৈরি করছো, সেই বাড়ির দখল একদিন মুসলমানেরা নেবে।’

২০২৩ সালে রামনবমীর দিনে হাওড়ার ঘটনা তুলে ধরে তিনি বলেন, ‘সেই সময় যা হয়েছে, সবাই দেখেছে। আমি সুপ্রীম কোর্টে মামলা করে দোষীদের জেলে ঢুকিয়েছি। তাই আজ হাওড়ার হিন্দুরা শান্তিতে নিজেদের আচার-অনুষ্ঠান পালন করছে। এনআইএয়ের মাধ্যমে পদক্ষেপ না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারত। শিবপুর পিএম বস্তি, ডোমজুড়ের ঘটনা সকলে দেখেছে।’

তিনি আরও বলেন, ‘দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে দুই বাংলায় সনাতন ধর্ম আজ বিপদের মুখে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য হিন্দুদের একজোট হয়ে জাগ্রত হওয়া প্রয়োজন।’