নিজস্ব প্রতিনিধি, হুগলি : আজ ১২ জানুয়ারি যুব দিবস উপলক্ষে চন্দননগর পুলিশের ‘রান ফর হেলথ ম্যারাথন’ অনুষ্ঠিত হল। এই ম্যারাথন দৌড় শুরু হয় চুঁচুড়া ইস্টার্ন গ্রাউন্ড থেকে। শহরের ১০ কিমি ও ৫ কিমি রাস্তা ঘুরে ম্যারাথন শেষ হয় ওই ইস্টার্ন গ্রাউন্ডে।ম্যারাথনের সূচনা করেন সন্তোষ ট্রফি জয়ী ফুটবলার রবি হাঁসদা, এভারেস্ট জয়ী পিয়ালী বসাক, প্রাক্তন ফুটবলার তনুময় বসু, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, ডিসিপি চন্দননগর ঈশানী পাল, অলকানন্দা ভাওয়াল, সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুকলা। ম্যারাথন দৌড়ে অংশ নেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি সহ ১ হাজার অ্যাথলিট। এছাড়াও উপস্থিত ছিলেন সাধারণ মানুষ, পুলিশ কর্মী ও সাংবাদিক সহ আরও অনেকেই।বাংলার সন্তোষ ট্রফি জয়ী দলের সদস্য রবি হাঁসদা বলেন, ‘খুব ভালো পরিবেশে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হল। সন্তোষ ট্রফি জিতেছি তার জন্য মুখ্যমন্ত্রী সহ রাজ্যের মানুষের কাছ থেকে সম্মান পাচ্ছি, ভালো লাগছে।
আইএসএল খেলার জন্য মহামেডান দলে যোগ দিয়েছেন রবি। তিনি আরও বলেন, ‘গতকাল মহামেডান লিগের দ্বিতীয় স্থানে থাকা ব্যাঙ্গালুরু এফসি কে হারিয়েছে। তিন চার দিনের প্র্যাকটিসে এটাই প্রথম ম্যাচ ছিল। জিতে খুব ভালো লাগছে, কাল প্র্যাকটিস আছে।আমিও যাতে দলে ঢুকতে পারি তার জন্য চেষ্টা করব।আইএসএলেও গোল করার চেষ্টা করব। আমি আমার বেস্ট দিয়ে খেলব।এভারেস্ট জয়ী পিয়ালী বসাক বলেন, ‘স্বাস্থ্যের জন্য ম্যারাথন খুবই প্রয়োজন। এখনকার সময়ের মা-বাবারা ছেলেমেয়েদের মাঠে পাঠান না, তাঁরা মনে করেন পড়াশোনার ক্ষতি হবে। কিন্তু স্বয়ং স্বামী বিবেকানন্দই বলে গেছেন ফুটবল খেলার কথা। তাঁর মতো মনিষীও বুঝেছিলেন তাই তিনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা উচিত। খেলাধুলা করলে শরীর সুস্থ থাকে ও তার সঙ্গে বুদ্ধি বাড়ে। সেটা পড়াশোনাতেও কাজে লাগে।’ তিনি আরও বলেন, ‘আমি নিজে অংক নিয়ে পড়াশোনা করেছি। তার সঙ্গে যোগাসন, তাইকোন্ডো, মার্শাল আর্ট, ক্যারাটে, পর্বতারোহন ইত্যাদি করেছি। শুধু পড়াশোনা করে কিছু হবে না।
শরীর যদি অসুস্থ থাকে তাহলে কোন কাজই সঠিকভাবে করতে পারবে না। তাই শরীর সুস্থ রাখার জন্য মাঠে আসা প্রয়োজন খেলাধুলা করা শরীর চর্চা করা দরকার।এটা পুলিশের পক্ষ থেকেও যে উদ্যোগ নেওয়া হচ্ছে এটা খুব ভালো কাজ।’চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাভালগি বলেন, ‘এখন মোবাইলের যুগ, মোবাইল ছেড়ে যাতে মানুষ মাঠে আসে তাদের উৎসাহ দেওয়া জন্য এই ম্যারাথন। পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনার কাপ ফুটবল ম্যাচ আছে দুপুরে। আমি প্রতি বছর ১০ কিমি দৌড়ায়। স্বামীজী আমাদের আদর্শ। উনি আমাদের আন্তর্জাতিক আইকন। নিজেদের মন ঠিক রাখতে গেলে শরীর ঠিক রাখতে হয়।’জেলাশাসক মুক্ত আর্য বলেন, ‘আমাদের জেলা প্রশাসন ও চন্দননগর পুলিশ কমিশনারেট এই আয়োজন করেন। সিপি সাহব নিজে অংশগ্রহণ করেন। প্রতিদিন যতটুকু পারবেন দৌড়ান বা হাঁটুন।’