গঙ্গাসাগরে ডগ স্কোয়াড

জেলা রাজ্য

নিজস্ব প্রতিনিধি: গঙ্গাসাগর মেলাকে সুরক্ষিত করতে এবছর এনডিআরএফ (ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স) বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। প্রথমবারের মতো মেলায় ডগ স্কোয়াড মোতায়েন করা হয়েছে। এছাড়াও, ডিপ ডাইভার বিশেষজ্ঞ এবং উন্নত সরঞ্জাম নিয়ে এনডিআরএফ প্রস্তুত রয়েছে। মেলায় আগত লাখ লাখ তীর্থযাত্রী এবং পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে জলপথ এবং স্থলপথে ২৪ ঘণ্টা নজরদারি চালানো হচ্ছে।

ডগ স্কোয়াডের দুই সদস্য বস্কো এবং ম্যাক্সি এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। তারা দলটির সঙ্গে দিনরাত সমানভাবে নজরদারি চালাচ্ছে। এনডিআরএফের সেকেন্ড ব্যাটেলিয়নের ইন্সপেক্টর বিশ্বজিৎ পাল জানিয়েছেন, বস্কো এবং ম্যাক্সি বিপদ সংকেত শনাক্ত করতে অত্যন্ত দক্ষ। মেলায় নিরাপত্তা ব্যবস্থায় তারা বড় ভূমিকা পালন করছে। তিনি আরো বলেন, এবার গঙ্গাসাগর মেলায় একজন ডিপ ডাইভার বিশেষজ্ঞও এনডিআরএফের সঙ্গে যুক্ত রয়েছেন। সাগর স্নানের সময় কেউ যদি দুর্ঘটনার শিকার হন বা জলে ডুবে যান, ডিপ ডাইভার দ্রুত উদ্ধার অভিযান চালানোর জন্য প্রস্তুত। তাঁদের সঙ্গে উন্নতমানের সরঞ্জাম রয়েছে যা দ্রুত উদ্ধার কাজে সাহায্য করবে।

গঙ্গাসাগর মেলা প্রাঙ্গণে এনডিআরএফের ৭০ জনেরও বেশি সদস্য মোতায়েন রয়েছে। এরমধ্যে ১০ জনের বেশি মহিলা সদস্য জলপথে ২৪ ঘণ্টা নজরদারি চালাচ্ছেন। তাঁরা নারী তীর্থযাত্রীদের সঙ্গে যোগাযোগ করে তাঁদের নিরাপত্তার বিষয়েও সচেতন করছেন। এনডিআরএফের এই উদ্যোগ শুধু গঙ্গাসাগর মেলার নিরাপত্তা বাড়িয়ে তুলেছে তাই নয়, বিপদ মোকাবিলার প্রস্তুতিতেও নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। জলপথ এবং স্থলপথে নজরদারির জন্য ব্যবহার করা হচ্ছে অত্যাধুনিক প্রযুক্তি এবং দক্ষ কর্মী।