দেড় মাস বন্ধ মেট্রো পরিষেবা! কিন্তু কেন?

কলকাতা জেলা শহর

নিউজ পোল ব্যুরো: ফের মেট্রো পরিষেবা বন্ধ থাকবে, জানালেন কলকাতা মেট্রো রেলওয়ে কতৃপক্ষ। ৮ ফেব্রুয়ারি থেকে ২৩ মার্চ পর্যন্ত হাওড়া-ময়দান এসপ্ল্যানেড এবং শিয়ালদহ-সল্টলেক সেক্টর ফাইভ রুটে সম্পূর্ণভাবে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে। এবার গ্রীন লাইনের শুরু হবে সিগনালিং এর কাজ, এই প্রস্তাব জানিয়েছেন মেট্রোরেল কর্তৃপক্ষ। তবে এ ব্যাপারে এখনই কোন নিশ্চিত ভাবে সিদ্ধান্ত নেয়নি মেট্রোরেল কর্তৃপক্ষ। তথ্য অনুযায়ী, হাওড়া এবং শিয়ালদহ সবচেয়ে ব্যস্ততম রেল স্টেশন। প্রতিদিন এই রাস্তায় কয়েক লক্ষ যাত্রী যাতায়াত করেন। হাওড়া থেকে শিয়ালদা পর্যন্ত প্রতি ঘন্টায় অন্তত ৭২টি শীতাতপ নিয়ন্ত্রিত বাস চলে। আর এই যানজটের ফলে যাত্রীরা ভোগান্তির শিকার হয়। তবে এই রাস্তায় মেট্রো পরিষেবা চালু হলে, ১১ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। সেই কারণেই দুটি ব্যস্ত রেল স্টেশনকে মেট্রোপথে সংযুক্তিকরণের উদ্যোগ নেওয়া হয়েছে। যাত্রীদের যাতে কোন সমস্যার সম্মুখীন হতে না হয় তার জন্য বিকল্প পরিবহন ব্যবস্থার প্রস্তুতি চলছে।

মেট্রো রেলের তরফে জানানো হয়েছে, সিগনালিং সিস্টেমের আমূল পরিবর্তন এবং মান উন্নতির লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিগন্যাল ব্যবস্থায় এই পরিবর্তন না করা হলে যাত্রীরা আরো ভোগান্তিতে পড়বে। এর জন্য একটি ফরাসি সংস্থা নিয়োগ করা হয়েছে, যারা এই সিগনাল ব্যবস্থা পরিবর্তন করবে। সিগন্যাল ব্যবস্থায় এই পরিবর্তন না করা হলে যাত্রীরা আরো ভোগান্তিতে পড়বে। এই সিগনাল সিস্টেমকে কনস্ট্রাকশন করতে প্রায় দেড় মাস সময় লাগবে তাই এই সময় কালে মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।

প্রসঙ্গত, ২০১৯ এর আগষ্ট মাসে বউবাজার এলাকায় সুরঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় ধস নামে। কাজ দ্রুত বন্ধ করতে হয়। নির্মীয়মান ওই টানেলের দৈর্ঘ্য ছিল ৪০ মিটার। ২০২২ সালের মে এবং অক্টোবর মাসে কাজ করার সময় সুরঙ্গে জল ঢুকে পড়ে। ফের ক্ষতিগ্রস্ত হয়। বারবার বিঘ্নিত হওয়ার কারণে শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। তবে এবার খুব শীঘ্রই শিয়ালদা এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা শুরু হবে এ নিয়ে আশাবাদী মেট্রোরেল কর্তৃপক্ষ।