নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বাঁকড়ায় রবিবার এক বাসের ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। এই দুর্ঘটনার জেরে হাওড়া-আমতা রোড এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে। উত্তেজিত জনতা দুর্ঘটনাগ্রস্ত বাসটি ভাঙচুর করে। সূত্রের খবর, মৃত বাইক আরোহী পিকনিক সেরে ফেরার সময় দুর্ঘটনার শিকার হন। বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা জানান, বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এর ফলেই এই মর্মান্তিক ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে দ্রুত ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ বাসটিকে আটক করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর নাম ও পরিচয় এখনও জানা যায়নি। তাঁর পরিচয় শনাক্ত করতে তদন্ত চালানো হচ্ছে। দুর্ঘটনার ফলে হাওড়া-আমতা রোড এলাকায় যানজটের সৃষ্টি হয়। তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, হাওড়া-আমতা রোডে বাসগুলির গতিবেগ প্রায়শই নিয়ন্ত্রণের বাইরে থাকে। প্রশাসনের তদারকির অভাবে বারবার দুর্ঘটনা ঘটছে। তাঁরা অবিলম্বে রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা আরও কঠোর করার দাবি জানায়।