ম্যারাথন দৌড়ে প্রাণ হারালেন ছাত্র

জেলা রাজ্য

নিউজ পোল ব্যুরো:- স্বামী বিবেকানন্দের জন্মদিন উদযাপনে আয়োজিত ম্যারাথন দৌড়ে ঘটল এক মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ হারালেন এক ছাত্র। কালিম্পং জেলার গরুবাতানের বাসিন্দা ওই ছাত্র। উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র রিয়েশ রাই-এর অকালপ্রয়ানে শোকের ছায়া নেমে এসেছে বিশ্ববিদ্যালয় জুড়ে।

প্রতিবছরের মতো এবছরও স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে ১২ জানুয়ারি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ম্যারাথন দৌড়ের আয়োজন করা হয়। প্রতিযোগিতাটি পাতলাখাওয়া থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেটে শেষ হওয়ার কথা ছিল। প্রায় সাড়ে ৮ কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে অংশ নেয় প্রায় ২৫০ জন প্রতিযোগী। কিন্তু সেই আনন্দঘন মুহূর্তে ঘটে গেল বিপত্তি। প্রতিযোগিতা চলাকালীন শুটিং ক্যাম্প সংলগ্ন এলাকায় হঠাৎই মাটিতে লুটিয়ে পড়েন রিয়েশ। সঙ্গে সঙ্গেই তাঁকে উদ্ধার করে পুন্ডিবাড়ি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থা সংকটজনক দেখে তাঁকে স্থানান্তরিত করা হয় কোচবিহারের এম জে এন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে, তবে শেষরক্ষা হয়নি। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে জানান। রিয়েশের আকস্মিক মৃত্যুতে বাকরুদ্ধ হয়ে পড়েছেন তাঁর সহপাঠীরা। বিশ্ববিদ্যালয়ের কর্মচারী ইউনিয়নের এক সদস্য জানিয়েছেন “প্রতিবছর এই ম্যারাথন দৌড়ের ব্যবস্থা করা হয় এবং এত দীর্ঘ দৌড়ে শারীরিক সক্ষমতা যাচাই করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন মর্মান্তিক ঘটনা এর আগে কখনও কোনোদিন ঘটেনি। এই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রতিযোগিতার সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।