নিজস্ব প্রতিনিধি, কলকাতা: জনপ্রিয় বাংলা ব্যান্ড ফসিলসের গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাসের অস্বাভাবিক মৃত্যু। তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করা হয় রবিবার সন্ধ্যায় কলকাতায় তাঁর মিরর স্ট্রিটের ভাড়া বাড়ি থেকে। ৪৮ বছর বয়সে এই বাদ্যযন্ত্র শিল্পীর স্বাভাবিক নাকি অস্বাভাবিক মৃত্যু হয়েছে তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ। তবে প্রাথমিকভাবে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকেই এই ঘটনা ঘটেছে। পুলিশ মৃতদেহটিকে ময়নাতদন্তে পাঠিয়েছে।
উল্লেখ্য, গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস ওয়েলিংটনের এক ভাড়া বাড়িতে তাঁর বাবা-মায়ের সঙ্গে থাকতেন। রবিবার সন্ধ্যায় তাঁর বাবা মা এক অনুষ্ঠানে গিয়েছিলেন। সেই সময়েই সিলিংয়ের সঙ্গে ঝুলে আত্মঘাতী হন বলে মনে করা হচ্ছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন এবং এর সঙ্গে অর্থনৈতিক সংকটেও ছিলেন। তবে পোস্টমর্টেম রিপোর্টে এলে বোঝা যাবে এই মৃত্যু স্বাভাবিক কিনা। ঘটনাস্থল থেকে পুলিশ একটি সুইসাইড নোট উদ্ধার করেছে, যেখানে লেখা ছিল তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সুইসাইড নোটে তাঁর হাতের লেখা কিনা সেটাও যাচাই করা হবে।
জানা গিয়েছে, তাঁর ব্যান্ডের এক সদস্য মহুল চক্রবর্তী তাঁকে বারবার ফোনে না পেয়ে তাঁর বাড়িতে এসে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান। তার পরেই তিনি স্থানীয়দের খবর দেন। স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন। তৎক্ষণাৎ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহটাকে ময়নাতদন্তে পাঠায়। অস্বাভাবিক মৃত্যুর মামলার রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।
চন্দ্রমৌলি বাংলা ব্যান্ড ফসিলসের প্রাক্তন গিটারিস্ট ছিলেন। এছাড়া ‘গোলক’, ‘জম্ব কেজ কন্ট্রোল’ নামের ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ‘ফসিলস’ ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর আকস্মিক মৃত্যুতে সঙ্গীত মহলে শোকের ছায়া নেমে এসেছে।