নিউজ পোল স্পোর্টস ব্যুরো: বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসি (বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া) প্রায় ৪০ দিন অপেক্ষার পর নতুন সচিব নিয়োগ করল। রবিবার মুম্বইতে অনুষ্ঠিত হওয়া বিসিসিআইয়ের বার্ষিক সাধারণ সভায় অসমের দেবজিৎ সইকিয়া সচিব পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া পঞ্জাবের প্রভতেজ সিংকে কোষাধ্যক্ষ পদের জন্য নির্বাচিত করেছে বোর্ড। সইকিয়াকে জয় শাহের উত্তরসূরি পদে আনুষ্ঠানিক অনুমোদনের সিলমোহর দেওয়া হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন ধরে বিসিসিআইয়ের সচিব পদ সামলেছেন জয় শাহ। সম্প্রতি তিনি আইসিসির সভাপতি হওয়ার পর থেকেই বিসিসিআইয়ের সচিবের পদটি শূন্য ছিল। অবশেষে শনিবার দেবজিৎ সইকিয়াকে বিসিসিআইয়ের সচিব পদে তাঁর নাম পেশ করা হয় এবং রবিবার আনুষ্ঠানিকভাবে তাঁর নাম অনুমোদন করা হয়।
বিসিসিআইয়ের নতুন সচিব ৫৫ বছর বয়সী দেবজিৎ সইকিয়া অসমের বাসিন্দা। তিনি অসমের রঞ্জি ট্রফিতে ৪ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন উইকেটরক্ষক ও ব্যাটার হিসেবে। দেবজিৎ পেশায় একজন আইনজীবী। তিনি অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন সোসিয়েশনের সহ-সভাপতি পদে ছিলেন এবং ২০২২ সালে যুগ্ম সচিব পদে অধিষ্ঠিত ছিলেন। তিনি অসম তত উত্তর-পূর্বাঞ্চলের প্রথম ব্যক্তি যিনি বিসিসিআইয়ের সচিব পদে নির্বাচিত হলেন।
অন্যদিকে, বিসিসিআইয়ের কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত হলেন প্রভতেজ সিং। পূর্বে এই পদে ছিলেন আশিস শেলার। তিনি সম্প্রতি মহারাষ্ট্র সরকারের ক্যাবিনেট মন্ত্রীর পদে রয়েছেন, তাই ওই পদটি শূন্য ছিল। দেবজিৎ সাইকিয়া ও আশিস শেলার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন, কারণ এই দু’টি পদের জন্য আর কেউ মনোনয়ন জমা দেয়নি।