মাথাতেই চাষাবাদ! এবারের কুম্ভ মেলার মূল আকর্ষণ

দেশ রাজ্য

নিউজ পোল ব্যুরোঃ ধর্মচর্চার মাঝেই পৃথিবীর আরোগ্য কামনা। সংসার জীবনের মোহ অনেকদিন আগেই ত্যাগ করে ফেলেছেন তিনি। কিন্তু তা সত্ত্বেও পৃথিবীর সকল মানুষের জন্য সুস্থতা কামনা থেকে বিরত হননি। তিনি আর কেও নন,তিনি হলেন এবার মহাকুম্ভের মূল আকর্ষণ ‘আনাজওয়ালে বাবা’। এই নামকরণের কারণ তিনি নিজের মাথাতেই আনাজ চাষ করেছেন। জটার পরিবর্তে তাঁর মাথায় সবুজ গাছ।

জানা গিয়েছে, আসল নাম অমরজিৎ। থাকেন উত্তরপ্রদেশের সোনভদ্রে। তিনি পাঁচ বছর ধরে এই আনাজ চাষ করছেন। এখনও পর্যন্ত গম,ছোলা,মটর,বাজরার চাষ করেছেন তিনি। মাথায় গাছ নিয়েই মহাকুম্ভের মেলায় হাজির তিনি। প্রথমে তাঁকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। তারপরে তাঁকে দেখতে ভিড় জমিয়েছেন বহু মানুষ।

আনাজওয়ালে জানিয়েছেন, ‘মেলা শেষ হওয়ার পর সোনভদ্রে ফিরে যাবেন তিনি। তিনি বলেন আমি বৃক্ষনিধনের ক্ষতিকর প্রভাব লক্ষ করেছি। তাই আমি মানসিকভাবেই এই সিদ্ধান্ত নিয়ে মাথায় চাষ করা শুরু করি। আমি যেখানেই যাই বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করি। কথার ফাঁকেই নিজের মাথায় গজিয়ে ওঠা চারায় জলও দিতে দেখা যায় তাঁকে।’

এই কুম্ভমেলা চলবে ১৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত। এই মেলায় সাধু সন্ন্যাসী সহ ৪৫ কোটি মানুষ অংশ নেন। এবারের কুম্ভ মেলায় বিভিন্ন বেশে সাধু সন্তদের দেখা যায়। তাঁর মধ্যে এবারের অন্যতম আকর্ষণ ‘আনাজওয়ালে বাবা’। পরিবেশ রক্ষার বার্তা দিতেই এই উদ্যোগ তাঁর। মুখে একতাই বার্তা, পৃথিবী শস্যশ্যামল থাকুক,বন্ধ হোক বৃক্ষরোপণ। সাড়া পৃথিবী সুস্থ থাকুক।