ফের মেঘলা আকাশ কিসের ইঙ্গিত?

আবহাওয়া

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: কুয়াশার দাপট বাড়ছে কিন্তু কমছে শীত। ফের মেঘলা আকাশ, কিসের ইঙ্গিত? কনকনে শীতে ফের পথের কাঁটা পশ্চিমী ঝঞ্ঝা। তবে কি বৃষ্টির সম্ভাবনা ? জানালো হওয়া অফিস।

একের পর এক পশ্চিমী ঝঞ্ঝা কাটিয়ে কাটিয়ে যখন সবেমাত্র পড়েছে জাঁকিয়ে শীত, তখনই ফের মেঘলা আকাশ। তবে ঘূর্ণাবর্ত দানা বাঁধলেও বৃষ্টির সম্ভাবনা নেই জানালো হওয়া অফিস। বরং সমস্ত বাধার অবসান ঘটিয়ে এবার আরও কমবে তাপমাত্রা জানান দিল আলিপুর আবহাওয়া দফতর। শুক্রবার রাত পেরোলেই হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস।আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে।তাই আগামীকাল শনিবার থেকে বাড়বে উত্তুরে হওয়ার প্রভাব কিন্তু কমবে তাপমাত্রা।

অপেক্ষার অবসান ঘটিয়ে ফিরছে জাঁকিয়ে শীত। কাল থেকে দিন কয়েক হাড় কাঁপানো ঠান্ডার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে মধ্য ভারতে একটি বিপরীত ঘূর্ণাবর্ত দেখা দিয়েছে। যে কারণে শনিবার থেকে উত্তুরে হওয়ার প্রভাব বাড়বে। সঙ্গে তাপমাত্রা কমবে। আগামী সপ্তাহ পর্যন্ত দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম থাকারই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

কলকাতাতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৫ ডিগ্রি ও সর্বনিম্ন ১৫ ডিগ্রি। কুয়াশার দাপট খুব একটা থাকবেনা কলকাতায়।দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় থাকবে ঘন কুয়াশার পূর্বাভাস। ঘন কুয়াশাতে ঢাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, জেলা। উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদায় ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। এছাড়াও, দার্জিলিং এর বেশ কিছু জায়গায় তুষারপাতের সম্ভাবনা রয়েছে। ‌