নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আদালতে তোলার আগে ফের অসুস্থ সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে তাঁর উপস্থিত থাকার কথা ছিল। আদালতে নিয়ে আসার পথে জ্ঞান হারান তিনি। তড়িঘড়ি তাঁকে SSKM হাসপাতালে ভর্তি করা হয়। আপাতত সেখানেই চিকিৎসা শুরু হয়েছে তাঁর।
নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম মুখ ‘কালীঘাটের কাকু’। প্রাথমিক নিয়োগ মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছিলেন ‘কাকু’। সেই মামলায় কিছুদিন আগে তাঁর জামিন মঞ্জুর করা হয়েছে। কিন্তু সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়। সিবিআই হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর ‘কাকু’ আবার প্রেসিডেন্সি জেলে ফিরে গিয়েছিলেন। সোমবার অর্থাৎ আজ বিচার ভবনে এই মামলার শুনানিও রয়েছে। সোমবার মামলার রায় দেবেন বিচারক। কিন্তু তার আগেই কারাগারে অসুস্থ হয়ে পড়লেন’। তাঁর অনুপস্থিতিতে আজও হল না চার্জ গঠন। মেডিক্যাল রিপোর্ট জমার পর চার্জশিট নিয়ে সিদ্ধান্ত হবে বলে আদালত সূত্রে খবর। কালীঘাটের কাকুর মেডিক্যাল রিপোর্ট চেয়েছে আদালত। ২রা জানুয়ারি হবে মামলার পরবর্তী শুনানি।
‘কাকু’র আইনজীবী সোমনাথ সান্যাল অনুরোধ করেছেন কাকুকে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করতে। ওই হাসপাতালে চিকিৎসা চলছিল কাকুর। ‘কাকু’র অস্ত্রোপচারও হয় ওই হাসপাতালে। তবে এই আবেদনে আপত্তি জানায়নি ইডি। আদালতে জানিয়েছে, ‘কাকু’কে ওই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হবে। কলকাতা পুলিশ তাঁর নিরাপত্তার বিষয়টি দেখবে।