ডুয়ার্সে ভ্রমণে গিয়ে অসুস্থ হয়ে মৃত্যু এক মহিলার!

কলকাতা রাজ্য শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শুরুতেই প্রাণ হারালেন বেহালার বাসিন্দা পলি জানা। ডুয়ার্সে গিয়েই ঘটল অঘটন। শারীরিক অসুস্থতার দরুন প্রাণ হারালেন ওই মহিলা। এই ঘটনায় শোকস্তব্ধ তাঁর গোটা পরিবার।

মৃত পলি জানা কলকাতার বেহালা এলাকার বাসিন্দা। ছুটি কাটাতে তিনি তাঁর পরিবার সহ বেড়াতে গিয়েছিলেন ডুয়ার্সে। মালবাজার মহকুমার মেটেলি ব্লকের বাতাবাড়ি সংলগ্ন একটি আবাসে ওঠেন তাঁরা। পলি জানা তাঁর পরিবার নিয়ে কিছুদিন আগেই সিকিম বেড়াতে গিয়েছিলেন। সিকিম থেকে ফিরে আসার পর অসুস্থ হয়ে পড়েন ওই মহিলা। মঙ্গলবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ভর্তি করা হয় মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। শুরু করা হয় তাঁর চিকিৎসা।

বুধবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যু হয় তাঁর। মৃত্যুর খবর পেয়েই কান্নায় ভেঙে পরে তাঁর গোটা পরিবার। তাঁর পরিবার জানিয়েছে ওই মহিলার রক্তে উচ্চ শর্করাজনিত সমস্যা ছিল। এই সমস্যার জন্যেই হটাৎ করে তিনি অসুস্থ হয়ে পড়েন। শেষমেশ প্রাণ হারায় ওই মহিলা। হাসপাতাল থেকে স্থানীয় একটি এম্বুলেন্স করে ওই মহিলার দেহটি কলকাতার বাড়িতে নিয়ে আসা হয়। নতুন বছরেই এমন মর্মান্তিক ঘটনার জেরে শোকস্তব্ধ তাঁর পরিবার।

উল্লেখ্য, গত ২৩শে ডিসেম্বর নিউ বারাকপুরের বাসিন্দা শোভন শাসমল তাঁর আড়াই বছর বয়সি মেয়ে এবং স্ত্রীকে নিয়ে উত্তর সিকিমে বেড়াতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছিলেন। জুলুক দেখে রোলেপের হোটেলে ফেরার পথেই লামাটেন এলাকায় তাঁদের গাড়ি খাদে পরে যায়। এই দুঘটনার প্রাণ হারান শোভনের স্ত্রী ও মেয়ে। শোভন নিজেও গুরুতর জখম হন।