নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- মাটির নীচে প্রতিদিন মেট্রো চলাচল করলে তার যে কম্পন হয় তার ফলে কি নতুন বিপত্তি হতে পারে আবার সেই দুর্গা পিতুরী লেন, স্যাকরা পাড়া-সহ একাধিক জায়গা জুড়ে, সেইজন্য়ই এবার মেট্রোরেল কর্তৃপক্ষ নতুন করে সমীক্ষা করতে শুরু করল। জিও ফিসিক্যাল টোমোগ্রাফিক সার্ভে। ভাবছেন সেটা আবার কি,হ্যাং এটাই এখন কলকাতা মেট্রো রেলের ভাগ্য ঠিক করবে। হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত যে মেট্রোর কাজ চলছে বিগত বেশকিছু বছর ধরে তার শেষ পর্যায়ের বিশেষ এই পরীক্ষা। যে পরীক্ষায় পাশ করলেই কেল্লা ফতে। মাটির নীচ দিয়ে বিশেষ করে ওই এলাকায় যেখানে বারবার বিপত্তি ঘটেছিল তা আজও কেউই ভুলতে পারেননি সেখানে যখন যাত্রী বোঝাই ট্রেন ছুটবে তখম কি আবারও বিপত্তি ঘটবে নাকি সবকিছুই স্বাভাবিক থাকবে তারজন্যই এই বিশেষ পরীক্ষা। স্থিতিস্থাপকতা ও মাটির ঘনত্ব কতটা বদল হচ্ছে সেগুলো সম্পূর্ণ মাপা হবে। বৌবাজার,সেই বহুচর্চিত এবং আলোচিত এক জায়গা যেখানে ইস্টওয়েস্চ মেট্রোর কাজ চলাকালীন বারবার ঘটেছে বিপত্তি। সকলেই প্রশ্ন তুলেছিলেন কাজ আদৌ শেষ হবে কিনা তা নিয়ে। কখন বাড়িতে ফাটল তো বাড়ি ভেঙে পড়েছে, সেখানেই মেট্রোরেল কর্তৃপক্ষ তাঁদের যে পরিকল্পনা ছিল তাকে বদলে ফেলে নতুন করে কাজ শুরু করলেও ফের বিপত্তি ঘটেছিল,কিন্তু সবকিছুকে কাঁধে ভর করে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদদের সাহায্যে এখন প্রায় শেষের মুখে। কিন্তু তারপরেও আতঙ্ক আর আশঙ্কা যেন পিছু ছাড়তে চাইছে না এই এলাকার বাসিন্দাদের। মেট্রোর একমাত্র লক্ষ এখন লুকোনো জল যেন আর কোথা থেকেও বেড়িয়ে না পড়ে বা চলে আসে। এককথায় বলা যেতে পারে যে এখন মেট্রো রেলের পক্ষ থেকে যেটা করা হচ্ছে তা সেমিফাইনাল আর এই খেলায় পাশ করে গেলেই কমিশনার অফ রেলওয়ে সেফটির পরীক্ষা,সেখানেই চূড়ান্ত হয়ে যাবে বৌবাজার চত্ত্বরের ভাগ্য। সেখানে যদি পাশ করে যায় তাহলে আনন্দের সঙ্গে ইস্টওয়েস্ট মেট্রো চলবে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ আর কিছুদিনের মধ্যেই,তাই এখন শুধুই সময়ের অপেক্ষা। এখন দেখার সকলের মুখে শেষ হাসি ফোটাতে মেট্রোরেল কর্তৃপক্ষ সবকিছু সুষ্ঠভাবে সম্পন্ন করতে সক্ষম হয়।