নিজস্ব প্রতিনিধি, কলকাতা : পচিমবঙ্গের মেডিকেল কলেজের কোনো জুনিয়র ডাক্তার বা ফ্যাকাল্টি টিচিং স্টাফ টো কিলোমিটারের বেশি দূরে গিয়ে প্রাকটিস করতে পারবেন না। এমনকি ডাক্তারও কোনো চেম্বার খুলতে পারবেন না টো কিলোমিটারের বাইরে গিয়ে। এবিষয়ে স্পষ্ট জানিয়ে দিল স্বাস্থ্য ভবন।
সোমবার অর্থাৎ ৬ জানুয়ারি এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বলে, ২০০৬ সাল এবং ২০১১ সালের স্বাস্থ্য পরিষেবা বিধি অনুসারে কোনো চিকিৎসক বা মেডিক্যাল অফিসাররা নন প্র্যাক্টিস আ্যালাওয়েন্স না নিলে সেই ব্যক্তি কোনো প্রাইভেট প্র্যাক্টিস করতে পারবেন। সেজন্য তাঁকে আগে অনুমতি নিতে হবে। সেই অনুমতি পাওয়ার জন্য কিভাবে আবেদন করতে হবে তা নিয়েও এদিন অর্থাৎ সোমবার স্বাস্থ্য ভবন থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
স্বাস্থ্য ভবন থেকে আরও জানানো হয়, মেডিকেল এডুকেশন বা হেলথ সার্ভিসে কর্মরত কোনো চিকিৎসক তাঁর কর্মস্থল থেকে ২০ কিমি দূরে গিয়ে প্রাকটিস বা চেম্বার খেলতে পারবেন না।সরকারি চিকিৎসকদের জন্য এই বিজ্ঞপ্তি। এবার থেকে প্রাইভেট প্র্যাকটিসের জন্য অর্থাৎ হাসপাতালের বাইরে গিয়ে রোগী দেখার জন্য এনওসি (নো অবজেকশান সার্টিফিকেট) থাকা বাধ্যতামূলক। এমনকি যাঁরা নন প্রাক্টিসিং আ্যালাওয়েন্স নেবেন তাঁরাও হাসপাতালের বাইরে গিয়েও রোগী দেখতে পারবেন না।
উল্লেখ্য, আর জি কর কাণ্ডের পর দীর্ঘদিন ধরে চিকিৎসকদের আন্দোলন চলে রাজ্য জুড়ে। এর ফলে সরকারি হাসপাতালে কাজ করা চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে বিভিন্ন বিধিনিষেধ ছিল। সোমবার এক নির্দেশিকা জারি করে আরও কিছু শর্ত চাপিয়ে দিল স্বাস্থ্য ভবন। স্বাস্থ্য ভবন সূত্রে খবর, এই শর্ত সেই বামপন্থী আমল থেকে জারি করা হয়েছে, এখন সেই পুরোনো নিয়মের পুনর্বিকরণ করা হল।