নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- রাজ্য সরকারি দফতরের কাছে সর্বোচ্চ সম্পত্তিকর বকেয়া কলকাতা পৌরসংস্থার। মহাকরণ থেকে গভর্নর হাউস, পৌরকরের পাহাড় জমেছে। পৌর কর বাবদ শুধুমাত্র রাইটার্স বিল্ডিংয়ের বকেয়া প্রায় 13 কোটি 58 লক্ষ 58 হাজার 860 টাকা। তবে শুধুমাত্র রাইটার্স বিল্ডিং নয়, ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট থেকে গভর্নর হাউসের পৌরকরের বকেয়া দিনদিন বেড়েই চলেছে। এরমধ্যে ক্যালকাটা ইমপ্রুভমেন্ট ট্রাস্টের চেয়ারম্যানের কাছে নোটিশ পাঠিয়ে 19 কোটি, 42 লক্ষ 57 হাজার 800 টাকা বকেয়া মিটিয়ে দেওয়ার জন্য বলা হয়েছে কলকাতা পুরসভার পক্ষ থেকে। কলকাতা পৌরসংস্থার অ্যাসেসমেন্ট বিভাগের এই বিপুল বকেয়া অর্থ কি ভাবে আদায় করা সম্ভব সেই বিষয় নিয়ে রীতিমতো সংশয় রয়েছে অ্যাসেসমেন্ট বিভাগেই। এমন কি বকেয়া আদায়ের জন্য আদালতে দ্বারস্থ হতে হচ্ছে কলকাতা পৌরসংস্থাকে। বেসরকারি সম্পত্তির মতো অনেক সরকারি ভবনের পৌরকর বছরের পর বছর বাকি রয়েছে। এমন কি কেন্দ্রীয় সরকারি দফতরের প্রচুর পৌর কর বকেয়া থাকছে। মানি স্কোয়ারের ওয়েস্ট বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের বকেয়া পৌরকরের পরিমাণ 26 কোটি 75 লক্ষ 39 হাজার 623 টাকা। একইভাবে কেএমডিএ ক্যালকাটা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটির কাছে কলকাতা পৌর সংস্থার বকেয়া করের পরিমাণ 12 কোটি 57 লক্ষ 23 হাজার 859 টাকা। এমন কি রাজভবনের গভর্নর অফ দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল পৌরকর বাবদ বকেয়া অর্থের পরিমাণ 27 কোটি 35 লক্ষ 60 হাজার 136 টাকা। এছাড়াও অনেক বেসরকারি সরকারি এমন কি বাণিজ্যিক ভবনের কলকাতা পৌরসংস্থার বকেয়া পৌরকরের পরিমাণ পাহাড় সমান। কলকাতা পৌরসংস্থা বকেয়া পৌরকর আদায়ের ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েও নির্বিকার। তবে বকেয়া পৌরকরের আদায়ের জন্য কলকাতা পৌর সংস্থার পক্ষ থেকে বকেয়া কর সংগ্রহের জন্য দ্বিতীয় দফায় নোটিশ পাঠানো শুরু করেছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।