নিজস্ব প্রতিনিধি,হুগলি: ‘তোমার বাড়ির রংয়ের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশা আজি ছাড়ে না!’ একটা সময় ছিল যখন রিল সিনেমার জামানা ছিল। সেই সময় বিভিন্ন নাটক যাত্রা দেখানোর জন্য গ্রামে গঞ্জে মেলায় হাজির হতেন বায়োস্কোপ ওয়ালারা। বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই দেখা মিলত রংবেরঙের ছবির। বাচ্চা থেকে বড় সবার একসময়ের আকর্ষণ ছিল এই বায়োস্কোপ। এবার সেই বায়স্কোপের দেখা মিলল কোন্নগর বই মেলায়। তবে এই বায়োস্কোপকে এখানে কাজে লাগানো হয়েছে এক বিশেষ কাজের জন্য।
বায়োস্কোপের মধ্যে দিয়ে ডেঙ্গি সচেতনতার বার্তা দিচ্ছেন পুরসভার সাফাই বিভাগ। কীভাবে ডেঙ্গি মশা জন্মায়, ডেঙ্গি থেকে প্রতিকার পাওয়ার জন্য কি কি করা প্রয়োজন, এই সমস্ত কিছু বার্তা নিয়েই পুরসভা তৈরি করেছেন এই বিশেষ বায়োস্কোপ। যে বায়োস্কোপের মধ্যে চোখ রাখলেই একেবারে অনায়াসে ডেঙ্গি সচেতনতার বার্তা পৌঁছে যাচ্ছে মানুষদের কাছে। বইমেলায় এসে পুরাতন ঐতিহ্য বায়োস্কোপ দেখতে পেয়ে ভিড় জমাচ্ছেন বাচ্চা থেকে বড় সকলেই। চোখ রাখছেন বায়োস্কোপের কাঁচে। আর তাতেই দেখা মিলছে বর্তমান কারেন্ট অ্যাফেয়ার্স এর কাহিনী থেকে ডেঙ্গি সচেতনতা বার্তার।
এই বিষয়ে পুরসভার কনজারভেন্সি ডিপার্টমেন্টের আধিকারিক জানান, বায়োস্কোপ হচ্ছে একটা প্রাচীন ঐতিহ্য। যা বর্তমানে প্রায় বিলুপ্ত হয়ে এসেছে। সেই বায়োস্কোপের ব্যবহারের মধ্যে দিয়েই তারা এবার ডেঙ্গি সচেতনতা বার্তা প্রদান করছেন। এর ফলে একদিকে যেমন বাচ্চা ও বড় মানুষদের মধ্যে বায়োস্কোপ নিয়ে আগ্রহ তৈরি হবে। তেমনি বায়োস্কোপের মধ্যে চোখ রেখে তাঁরা ডেঙ্গি নিয়ে সচেতন হতে পারবেন। সেই কারণেই তাঁরা তৈরি করেছেন এই বায়োস্কোপ। প্রতিদিন মেলায় আসা বহু মানুষজন বায়োস্কোপ দেখে ছুটে আসছেন তাতে চোখ রাখার জন্য। তার মধ্যে দিয়ে পৌঁছে যাচ্ছে পুরসভার সচেতনতা বার্তা।