এবার কী আদালতের জট কাটিয়ে হবে নির্বাচন?

জেলা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাওড়া পুরনিগমের নির্বাচন সংক্রান্ত মামলার দ্রুত সমাধানের আশ্বাস কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চের। আগামী সপ্তাহে মামলার শুনানি হবার সম্ভাবনা রয়েছে। যার ফলে বলা যায় সাত বছর পর মিটতে চলেছে হাওড়া পুরনিগমের নির্বাচন সংক্রান্ত মামলা।

প্রসঙ্গত, প্রায় সাত বছর নির্বাচন ছাড়াই চলছে হাওড়া পুর নিগম। ২০১৮ সালের পরে আর ভোট হয়নি। সেই থেকে ভোট করানোর জন্য মামলা চলছে। হাই কোর্টে দ্রুত ভোট করানোর ব্যাপারে রাজ্য আশ্বাস দিলেও শেষ পর্যন্ত সেটা কার্যকর হয়নি। উল্টে আগে বালি পুরসভা হাওড়ার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে তাকে ফের আলাদা করা হয়। রাজ্য সরকার ভোট করানোর পরিবর্তে সেখানে শাসকদলের প্রতিনিধিদের প্রশাসক হিসাবে বসিয়ে শাসক দলের একছত্র অধিপত্য কায়েম করেছে। ফলে আর্থিক অনিয়ম চলছে বলেও ইঙ্গিত করেন মামলাকারীর আইনজীবী।

এর প্রেক্ষিতে প্রধান বিচারপতি রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বা কোন আইনজীবী ও অন্যান্য সব পক্ষকে মামলার কপি দিতে নির্দেশ দিয়েছেন।
প্রধান বিচারপতির আশ্বাস, আগামী সপ্তাহে মামলাটি শোনা হবে।

এরই মধ্যে, দ্রুত ওই মামলা শোনার আবেদন জানান মামলাকারীর আইনজীবী। হাই কোর্টের এর আগের নির্দেশ মত পুরনিগমের আর্থিক হিসেব নিকেশ জমা দিতে হবে মামলায়।