Stoneman Kolkata: ভারতীয় অপরাধ জগতের এক অমীমাংসিত রহস্য!”

কলকাতা দেশ

নিউজ পোল ব্যুরো: রাত গভীর হলে, শহরের ব্যস্ততা স্তিমিত হয়ে আসে। ফুটপাথে ঘুমিয়ে থাকা অসহায় মানুষগুলো তখন ক্লান্ত শরীর এলিয়ে দেয় কংক্রিটের বুকে। কেউ কি জানত, এই শান্ত রাতই কখনও কখনও হয়ে উঠবে বিভীষিকার সময়? ১৯৮০-এর দশকের মাঝামাঝি, ভারতীয় উপমহাদেশের দুই প্রধান শহর—মুম্বই (Mumbai) ও কলকাতা (Kolkata)—এক চরম আতঙ্কের মধ্যে দিয়ে গিয়েছিল। এক ভয়ঙ্কর হত্যাকারী, যাকে পরে ‘স্টোনম্যান’ (Stoneman Kolkata) নামে ডাকা হয়, রাতের আঁধারে একের পর এক নিষ্পাপ পথবাসীকে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা করছিল। সে যেন এক অদৃশ্য ছায়া, যার অস্তিত্ব ছিল শুধুই মৃতদেহের রক্তাক্ত চিহ্নে! কে ছিল এই স্টোনম্যান? কেন সে খুন করত? পুলিশ কি তাকে ধরতে পেরেছিল? এই রহস্য আজও সমাধান হয়নি। ভারতীয় অপরাধ ইতিহাসের (Crime History of India) অন্যতম অমীমাংসিত কেস হয়ে থেকে গেছে এই হত্যাযজ্ঞের ঘটনা।

আরও পড়ুন:- Scot Drummond: ২০ মিনিটের মৃত্যুর পর পৃথিবী ছিল অন্যরকম! স্কটের রহস্যময় অভিজ্ঞতা

১৯৮৫ সালে প্রথমবারের মতো মুম্বই(Mumbai) শহরে এক অজানা আতঙ্ক ছড়িয়ে পড়ে। একের পর এক ভিক্ষুক ও গরিব মানুষরা রাতের বেলায় খুন হতে শুরু করল। খুনের ধরন ছিল একই—একটি ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যা। শুরুতে আলাদা আলাদা অপরাধ হিসেবেই গণ্য করেছিল পুলিশ। কিন্তু যখন একই কায়দায় ছয় নম্বর খুনটি ঘটে, তখন তদন্তকারীরা বুঝতে পারেন, এটি নিছক বিচ্ছিন্ন ঘটনা নয়—এটি এক সিরিয়াল কিলিং (Serial Killing)। পরবর্তী দুই বছরে, ১৯৮৫ থেকে ১৯৮৭ সালের মধ্যে, স্টোনম্যান মুম্বইয়ের সিয়ন (Sion) ও কিং’স সার্কেল (King’s Circle) এলাকায় অন্তত ১২ জনকে খুন করে। তবে হঠাৎ করেই ১৯৮৭ সালে এই খুন থেমে যায়। পুলিশ চেষ্টার ত্রুটি রাখেনি, কিন্তু কোনো সুস্পষ্ট ক্লু বা সন্দেহভাজনকে চিহ্নিত করা সম্ভব হয়নি। ফলে মুম্বইয়ের এই সিরিয়াল কিলিংয়ের(Serial Killing) কেস অনিশ্চয়তার মাঝে থেকেই যায়।

নিউজ পোল বাংলা ফেসবুক পেজের লিঙ্ক:- https://www.facebook.com/share/164mWXbsyp/

মুম্বইয়ের খুনের ঘটনার প্রায় দুই বছর পর, ১৯৮৯ সালে কলকাতায় ফের দেখা দেয় এক নির্মম খুনি। খুনের ধরন ছিল একেবারেই(Stoneman Kolkata) মুম্বইয়ের স্টোনম্যানের মতো—একটি ভারী পাথর দিয়ে মাথা থেঁতলে দেওয়া। ফলে পুলিশ ও সংবাদমাধ্যম খুব দ্রুতই এই খুনির নাম দেয় ‘স্টোনম্যান’ (Stoneman Killer)। মাত্র ছ’মাসের মধ্যে, ১৩ জন নিরপরাধ পথবাসী এই সিরিয়াল কিলারের শিকার হন। খুনগুলো ঘটেছিল কলকাতার বিভিন্ন জায়গায়, বিশেষত হাওড়া ব্রিজের নিচে, সেন্ট্রাল অ্যাভিনিউ ও অন্যান্য নির্জন রাস্তায়। এই প্রশ্ন আজও এক অমীমাংসিত ধাঁধা। কলকাতা(Stoneman Kolkata) ও মুম্বইয়ের খুনির মধ্যে যে অস্বাভাবিক মিল ছিল, তাতে মনে হতে পারে, হয়তো দুটো ঘটনাই একই ব্যক্তির কাজ। আবার এটাও হতে পারে, একটির দ্বারা অনুপ্রাণিত হয়ে অন্য কেউ একই কায়দায় খুন করেছে। শহরের ব্যস্ততা আজও একইভাবে থেমে যায় রাত। কেউ কেউ হয়তো ফুটপাথে আশ্রয় নেয় ক্লান্ত শরীর আর অবসাদগ্রস্ত চোখ নিয়ে। হয়তো তারা জানেই না, একসময় এই রাতই হয়ে উঠেছিল মৃত্যুর ভয়ঙ্কর ছায়া। আর হয়তো স্টোনম্যান(Stoneman) নামের সেই রহস্যময় ঘাতক আজও কোথাও বেঁচে আছে, অন্ধকারের মাঝে, আরেকটি শিকারের অপেক্ষায়…