বছর ঘুরতে না ঘুরতেই একসঙ্গে এই দম্পতি! তাহলে কি আরাধ্যাই মিলিয়ে দিলো মা বাবাকে?

বিনোদন

নিউজ পোল ব্যুরো: সবার মুখ বন্ধ করে দিল বচ্চন দম্পতি। বৃহস্পতিবারে তাদের দেখা গেল ধীরুভাই আম্বানি আন্তর্জাতিক স্কুলের বার্ষিক অনুষ্ঠানে। মেয়ে আরাধ্য বচ্চনের অনুষ্ঠান থাকায় তাদের ওখানেও দেখা গেল একসাথে। এই স্কুলে প্রত্যেক বছর বেশিকিছু তারকাদের ভিড় জমে সেখানে।তাই প্রতিবছরই নেটিজেনদের নজরে থাকে এই স্কুলের বার্ষিক অনুষ্ঠানগুলো।এই অনুষ্ঠান দেখতে বেশ কিছু তারকাদের ভিড় জমেছিল আন্তর্জাতিক স্কুলে। এই অনুষ্ঠানের বিভিন্ন মুহূর্তের ছবি ছড়িয়ে পড়েছে নেটপাড়ায়। গত কয়েক দিন ধরেই ঐশ্বর্য ও অভিষেককে এক ফ্রেমে দেখার জন্য অপেক্ষায় ছিলেন তাঁদের অনুরাগীরা। সেই ইচ্ছেই পূরণ হল এই দিন। পাশাপাশি বসেই এ দিন অনুষ্ঠান দেখলেন আরাধ্যার মা-বাবা। মেয়ের অনুষ্ঠানের মুহূর্ত ক্যামেরাবন্দি করতেও দেখা গেল বচ্চন দম্পতিকে।তবে এখানেই শেষ নয়। ‘ওম শান্তি ওম’ ছবির গান ‘দিওয়ানগি দিওয়ানগি’র তালে একসঙ্গে পা-ও মেলালেন ঐশ্বর্যা ও অভিষেক। আবার অনুষ্ঠান শেষে আরাধ্যাকে নিয়ে এক গাড়িতেই বাড়ির পথে রওনা দিলেন ঐশ্বর্য ও অভিষেক।

প্রায় এক বছর ধরে সবার জল্পনা ছিল, বিচ্ছেদের পথে হাঁটছেন এই দম্পতি। বিশেষত, অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে একসঙ্গে প্রবেশ না করায় এই জল্পনা আরও ঘনীভূত হয়েছিল। তার পর থেকে একসঙ্গে দেখা যায়নি বচ্চন দম্পতিকে।

যদিও আরাধ্যার জন্মদিন নাকি একসঙ্গেই উদ্‌যাপন করেছিলেন তাঁরা। যদিও একসঙ্গে তাঁদের কোনও ছবি প্রকাশ্যে আসেনি। সম্প্রতি এক বিয়ের অনুষ্ঠানে তাঁরা একসঙ্গে গেলেও কিন্তু এই প্রথম পরিবার হিসাবে ঐশ্বর্য-অভিষেক ও আরাধ্যাকে এক ফ্রেমে দেখা গেল। তাই নেটিজেনদের প্রশ্ন, কেন এত দিন বিচ্ছেদের জল্পনা জিইয়ে রাখলেন তাঁরা? তাহলে কি এটি অভিষেকের ছবি ‘আই ওয়ান্ট টু টক’-এর প্রচার ছিল?