বন্দুক উঁচিয়ে ক্রিকেট ম্যাচে হুমকি! ধৃত যুবক

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে হরিদেবপুরে আতঙ্ক। একটি ক্রিকেট টুর্নামেন্ট চলাকালীন দুই দলের মধ্যে ঝামেলা শুরু হওয়ার পর এক যুবক বন্দুক উঁচিয়ে হুমকি দেয়। এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। পুলিশ সিসিটিভি ফুটেজের সাহায্যে ওই যুবককে গ্রেফতার করেছে।

রবিবার, হরিদেবপুরের জাগরণী সাংস্কৃতিক সংঘের মাঠে এই ঘটনা ঘটে। দুই দলের মধ্যে খেলার সময় ঝগড়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ, এই ঝামেলা থামানোর চেষ্টা করার সময়ই এক যুবক পকেট থেকে পিস্তল বের করে হুমকি দিতে শুরু করে। তার এই কাজে মাঠে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, বিবদমান এক পক্ষকে ভয় দেখানোর জন্যই অপর পক্ষের এই সদস্য বন্দুক বের করেছিল। এই ঘটনার পরই পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ টুর্নামেন্ট বন্ধ করে দেয় এবং সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই যুবককে চিহ্নিত করে।

গ্ৰেফতার যুবকের কাছ থেকে বন্দুক উদ্ধার করা হয়েছে। পুলিশ তার জিজ্ঞাসাবাদ শুরু করেছে। কেন সে এই কাজ করল? কীভাবে তার হাতে বন্দুক এল, এই সব প্রশ্নের উত্তর খুঁজতে পুলিশ তদন্ত চালাচ্ছে। এই ঘটনায় এলাকায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কীভাবে এত সহজে একজন ব্যক্তি ক্রিকেট মাঠে বন্দুক নিয়ে এল? এলাকায় অস্ত্রের চলাচল কতটা সহজ? এই সব প্রশ্নের জবাব খুঁজতে পুলিশ তদন্ত করছে।