চাকরির দাবিতে তুমুল বিক্ষোভ

রাজ্য শিক্ষা

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: দীর্ঘদিন ধরে অবস্থান বিক্ষোভে অনড় ২০১৬ এসএলএসটি চাকরি প্রার্থীরা। কলকাতার রাজপথে ধর্মতলার ওয়াই চ্যানেলে অনধিকার মঞ্চে বিগত কয়েকদিন ধরে লাগাতার বিক্ষোভ চালিয়ে যাচ্ছিলেন তারা।

রাজ্য সরকারের প্রতি তাদের দাবি ন্যায় অধিকার। স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং ওয়েস্ট বেঙ্গল গভমেন্টকে দক্ষ আইনজীবী নিয়োগ করে সুপ্রিম কোর্টের কাছে সামগ্রিক তথ্য তুলে ধরে ন্যায় পাইয়ে দেওয়ার দাবি তাঁদের। এই পথ প্রস্তুত করতে হবে রাজ্য সরকারকে এমনটাই বারেবারে চেয়েছিলেন তাঁরা। এবার সেই দাবিতেই তুমুল বিক্ষোভ।

সেই সাথে তাদের আরও দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপের দাবিতে। সমগ্র বিষয়টিতে মুখ্যমন্ত্রী নজর পড়ুক, আরও বিচক্ষণতার সাথে দেখা হোক সবটা এমনটাই তাঁরা বিক্ষোভের মধ্যে থেকে বুঝিয়ে দিয়েছেন এদিন।

শিক্ষার ক্ষেত্রে একের পর এক নীতি মেধা তালিকাকে ভিত্তি করে দিনের পর দিন নিয়োগ মিলছে না, তাই অবিলম্বে তাদের নিয়োগ করতে হবে। আইনি জটিলতার মধ্যে দিয়ে বের করতে হবে নিয়োগের উপায়, এই দাবি নিয়েই এদিন অবস্থান বিক্ষোভ কর্মসূচীতে যোগ দেন তাঁরা। ২০১৬ এসএলএসটি শিক্ষক-শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে চলে বিক্ষোভ।