মুরাল ভাইয়ের জন্মদিনে শ্রদ্ধার্ঘ্য

কলকাতা

নিজস্ব প্রতিনিধি, দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের সাধারণ সম্পাদক তথা ট্রাস্টি ব্রহ্মচারী মুরাল ভাইয়ের ৮১ তম জন্মদিন। এই উপলক্ষ্যে শুক্রবার সকাল থেকেই আদ্যাপীঠ মন্দির চত্বরে সাজো সাজো রব। বহু দূর দূর থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে। এর পাশাপাশি আদ্যাপীঠ আশ্রমের সকল আবাসিক, ছাত্র-ছাত্রী, বৃদ্ধাশ্রমের বাবা, মা’রা, ব্রহ্মচারী, ব্রহ্মচারিণীরা সকাল থেকেই তাঁর দর্শনের জন্য হাজির হয়েছেন।


সন্ধ্যায় বালক আশ্রমের উপস্থিত সবাইকে নিয়ে একসঙ্গে কেক কেটে জন্মদিন পালন করবেন ব্রহ্মচারী মুরাল ভাই। উল্লেখ্য, গত বছর মল্হার ডান্স গ্রুপের তরফে তাঁকে প্রণাম ও শ্রদ্ধা নিবেদন করা হয়। নিউজ পোলের তরফেও ব্রহ্মচারী মুরাল ভাইয়ের ৮১ তম জন্মদিনে তাঁর প্রতি রইলো শ্রদ্ধার্ঘ্য ও প্রণাম। আদ্যামায়ের কাছে তাঁর দীর্ঘায়ু কামনা করে বলি, ‘আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। আরও ভালো ভালো জনকল্যাণে কাজ করে যান।’