নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- গার্ডেনরিচ কান্ডে বেআইনি বাড়ির ভেঙে পড়ার ঘটনায় তিন বহিষ্কৃত ইঞ্জিনিয়ারদের সাসপেনশন প্রত্যাহার করল কলকাতা পৌর সংস্থা। নয় মাসের মধ্যেই গার্ডেন রিচের ঘটনায় সাসপেন্ডেড তিন ইঞ্জিনিয়ারদের সাসপেনশন প্রত্যাহার করল পৌর কর্তৃপক্ষ। সূত্রের খবর, বোরো এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দেবদিত্য পাল, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দেবব্রত ঘোষ এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শুভম ভট্টাচার্য কে পুনরায় কাজে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে। প্রায় নয় মাসের মাথায় ৩১ ডিসেম্বর তাঁদের সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পৌর সংস্থা। প্রসঙ্গত, গতবছর 17 মার্চ মধ্যরাতে গার্ডেনরিচের নির্মীয়মান বাড়ি ভেঙে পড়ে। ১৫ নম্বর ওয়ার্ডের বোরো অন্তর্গত ১৩৪ নম্বর ওয়ার্ডের 513/5, ব্যানার্জি পাড়া লেনে ভেঙে পড়ে বেআইনি বাড়ি। এই ঘটনার স্থানীয় কাউন্সিলরের ঘাড় থেকে ঘুরিয়ে কোপ পড়ে তিনজন পদমর্যাদার ইঞ্জিনিয়ারদের ওপর। প্রথমে তাঁদেরকে শো-কোজ করা হয়, পরে এপ্রিল মাসে তাঁদেরকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় পৌর কর্তৃপক্ষ। অবশেষে বছরের শেষ দিন ৩১ ডিসেম্বর তিনজন সাসপেন্ডেড এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার দের সাসপেনশন তুলে নিল কলকাতা পৌর সংস্থা। সূত্রের খবর, গার্ডেনরিচ কাণ্ডে তিনজন ইঞ্জিনিয়ারদের সাসপেন্ড করা হয়েছিল যাতে তাঁরা তদন্তকে প্রভাবিত না করতে পারে। যেহুতু এখন তদন্ত শেষ হয়েছে। সেই কারণে আর তদন্তের হস্তক্ষেপ করা বা প্রভাবিত করার সুযোগ নেই, তাই তাঁদের বিরুদ্ধে সাসপেনশন তুলে নেওয়া হল বলে পৌর সংস্থা সূত্রের খবর। এছাড়া আদালত থেকেও তাঁদের কাজে ফেরানোর জন্য কোনো নিষেধাজ্ঞা আরোপ নেয়। সেক্ষেত্রে তাঁদের কাজে ফেরানো নিয়ে কোনো অসুবিধা নয়। তবে এই তিন জন ইঞ্জিনিয়ার পদমর্যাদা আধিকারিকদের আর বিল্ডিং বিভাগে রাখা হবে না বলে কলকাতা পুরসভা সূত্রের খবর। তাই তাঁদেরকে অন্য কোনো বিভাগের সঙ্গে যুক্ত করা হতে পারে বলে খবর।