চারচাকার নাম্বার প্লেট নকল করে বাইকে ব্যবহার

অপরাধ কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: চারচাকা গাড়ির নাম্বার প্লেট এবং ব্লু বুক নকল করে বাইকে ব্যবহার করে অভিনব প্রতারণার অভিযোগে গ্রেফতার হলেন এক যুবক। সূত্রের খবর, গত ৪ জানুয়ারি রাতে রাজারহাট মোড়ে নাকা চেকিং-এর সময় একটি বাইক আটক করা হয় এবং অনলাইনে জরিমানা করা হয়।

জরিমানার তথ্য সহ একটি মেসেজ সঙ্গে সঙ্গে সেই গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারের সঙ্গে লিঙ্ক থাকা ফোনে পৌঁছে যায়। ঘটনাচক্রে দেখা যায়, নাম্বারটি আসলে দীপাঞ্জন কর নামের এক ব্যক্তির মারুতি গাড়ির। ওই সময় গাড়িটি গ্যারেজে সারাইয়ের জন্য রাখা ছিল। দীপাঞ্জনবাবু বিষয়টি বুঝতে পেরে রাজারহাট থানায় যোগাযোগ করেন।

পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে বাইকটি আটক করে এবং তদন্ত শুরু করে। তদন্তে উঠে আসে, বারাসাত আরটিও থেকে রেজিস্টার করা দীপাঞ্জনের মারুতি গাড়ির নাম্বারই বাইকটির প্লেটে ব্যবহার করা হয়েছে। শুধু তাই নয়, বাইকটির একটি ব্লু বুকও রয়েছে।

ঘটনার পর পুলিশ শাসন এলাকার বাসিন্দা ভাস্কর কৃষ্ণ মন্ডলকে গ্রেপ্তার করেছে। পুলিশের সন্দেহ, এর পেছনে বড়সড় একটি প্রতারণার চক্র কাজ করছে। কীভাবে ব্লু বুক তৈরি হল, আরটিও-তে জালিয়াতি করে এই কাজ করা হয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। ভাস্করকে আজ সোমবার আদালতে তোলা হবে। পুলিশ জানিয়েছে, বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে এবং এর সঙ্গে জড়িত অন্য কারোর সন্ধান মিলতে পারে বলে আশা করা হচ্ছে।