নিজস্ব প্রতিনিধি,কলকাতাঃ- ভাটপাড়া পুলিশের শত প্রণোদিত মামলায় রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট বিজেপি নেতা অর্জুন সিং-কে।
ভাটপাড়া থানার পুলিশকে হেনস্থার ঘটনায় অর্জুন সিং-এর বিরুদ্ধে পুলিশের স্বতঃপ্রনোদিত মামলায় আগের নির্দেশ বহাল রাখলেন বিচারপতি জয় সেনগুপ্ত। আপাতত তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নয়। আগামীকাল মঙ্গলবার ফের শুনানি কলকাতা হাইকোর্টে।
ভাটপাড়া থানার পুলিশ স্বতঃপ্রনোদিত মামলা রুজু করেছিল। তাঁদের দাবি থানার পুলিশ যখন অর্জুন সিং-এর বাড়িতে নোটিশ নিয়ে হাজির হয়েছিল তখন অর্জুন সিং-এর দেহরক্ষী এবং অর্জুন সিং অফিসারদের হ্যারাশ করেন। তাঁর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে রক্ষা কবচের আবেদন নিয়ে এসেছিলেন অর্জুন সিং। সেই মামলাতেই সোমবার তাঁকে রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট।