লিভ-ইনের হাতে মৃত্যু বেড়ালের ?

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মরা বেড়াল নিয়ে থানায় হাজির তরুণী। ঘটনাটি ঘটেছে কলকাতার নেতাজী নগর থানা এলাকায়। তাঁর অভিযোগ, প্রিয় পোষ্যের মৃত্যুর পিছনে থাকতে পারে তাঁর লিভ-ইন সঙ্গীর হাত। তরুণীর আশঙ্কা বেড়ালটিকে হয়তো বিষ খাইয়ে বা যত্নের অভাবে তার মৃত্যু হয়েছে।

তরুণীর এই অভিযোগের ভিত্তিতে নেতাজি নগর থানার পুলিশ বেড়ালটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। ময়নাতদন্তের পর মৃত পোষ্যটির দেহ তরুণীর হাতে তুলে দেওয়া হয়েছে। তবে এখনও ময়নাতদন্তের রিপোর্ট আসেনি। সূত্রের খবর, বছর পঁচিশের ওই তরুণী নেতাজি নগর এলাকায় এক যুবকের সঙ্গে লিভ-ইন সম্পর্কে ছিলেন। তবে তাঁদের মধ্যে তিক্ততার কারণে তরুণী নিজের বাড়ি ফিরে যান। সপ্তাহ খানেক আগে তিনি থানায় লিভ-ইন সঙ্গীর বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে থানায় একটি মামলা রুজু হয়েছে। এরইমধ্যে দিন তিনেক আগে ওই তরুণী তাঁর মা-কে নিয়ে থানায় ফের আসেন। এবার তাঁর হাতে ছিল তাঁর পোষা বেড়ালের মৃতদেহ। তরুণী পুলিশকে জানান, তিনি বেড়ালদের খাবার দেন, পোষেন এবং যত্ন করেন। নেতাজি নগরে তিনি যেসব বেড়ালদের যত্ন করতেন, সেই বেড়ালদের অবহেলা করত তাঁর লিভ-ইন সঙ্গী। তরুণীর দাবি, বেড়ালটির মৃত্যু স্বাভাবিক নয়। তাঁর ধারণা বেড়ালটিকে বিষ খাইয়ে মেরে ফেলা হয়েছে।

পুলিশ জানায়, বেলগাছিয়ার পশু হাসপাতালে বেড়ালটির ময়নাতদন্ত করা হয়। তারপর দেহটি তরুণীর হাতে তুলে দেওয়া হয়। তবে এখনও পর্যন্ত বেড়ালের অস্বাভাবিক মৃত্যুর বিষয়ে তরুণীর পক্ষ থেকে লিখিত অভিযোগ জমা পড়েনি। পুলিশের বক্তব্য, লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনা নতুন নয়। মাস তিনেক আগে পাটুলিতে সঙ্গীতা বন্দ্যোপাধ্যায় নামে এক শিক্ষিকা অভিযোগ করেছিলেন যে, তাঁর রয়্যাল বেঙ্গল ক্যাট ‘বাঘিনি’–কে হত্যা করা হয়েছে। তাঁর অভিযোগ ছিল, তাঁর আবাসনের এক প্রতিবেশী বেড়ালটিকে মেরে ফেলেছেন। সেই সময় বেড়ালটির মৃতদেহের ময়নাতদন্ত হয়। এখনও সেই ঘটনার তদন্ত চলছে। নেতাজি নগরের সাম্প্রতিক ঘটনায় তরুণীর লিভ-ইন সঙ্গী যুবক বেপাত্তা বলে জানিয়েছে পুলিশ। তবে তরুণীর লিখিত অভিযোগ জমা পড়লে বিষয়টি আরও বিস্তারিতভাবে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছে তাঁরা।