প্রিয় নেতার মৃত্যুতে ফুঁসছেন মমতা! পুলিশি নিরাপত্তা নিয়ে তোপ

অপরাধ রাজ্য

নিউজপোল,ব্যুরো: বৃহস্পতিবার সাতসকালে দুষ্কৃতীদের গুলিতে খুন হন তৃণমূল নেতা দুলাল সরকার। ঘটনাটি ঘটেছে মালাদার ইংরেজবাজার শহরের ঝলঝলিয়ার কাছে। বাইকে চেপে আসা তিনজন দুষ্কৃতি তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে মালদা মেডিক্যাল কলেজে ভর্তি করা হলে সেখানেই মৃত্যু হয় তাঁর। এবার সেই মৃত্যু নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তৃণমূল কাউন্সিলর দুলালের মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, পুলিশ নিষ্ক্রিয়তাতেই খুন হয়েছেন ইংরেজবাজার শহরের তৃণমূল নেতা। ও আগে পুলিশি নিরাপত্তা পেত কিন্তু এখন ওর নিরাপত্তা তুলে নেওয়া হচ্ছে। নবান্ন প্রশাসনিক বৈঠকে দুলালের খুনের প্রসঙ্গে তিনি বলেন,”দুলাল আমার খুবই পরিচিত সহযোদ্ধা। আমার সঙ্গে দীর্ঘদিন কাজ করেছে। আর সেই দুলাল আজকে খুন হয়েছে।”

একই সঙ্গে মুখ্যমন্ত্রী লেখেন, “ তৃণমূল গোড়ার দিন থেকেই বাবলা এবং তাঁর স্ত্রী চৈতালি তৃণমূল সরকারের জন্য কঠোর পরিশ্রম করেছেন। বাবলা কাউন্সিলর হিসেবেও নির্বাচিত হন। এই ঘটনার কথা জেনে আমি দুঃখিত ও মর্মাহত। অপরাধীদের দ্রুত গ্রেফতার করা উচিত।” পাশাপাশি,রাজ্যের দুই মন্ত্রী ফিরহাদ হাকিম এবং সাবিনা ইয়াসমিনকে মালদহে যাওয়ার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী।