নিজস্ব প্রতিনিধি, কলকাতা:- তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে হুমকি কাণ্ডের প্রেক্ষিতে কলকাতার এমএলএ হস্টেলের সুরক্ষা ব্যবস্থাকে আরও মজবুত করা হচ্ছে। বিধায়কদের সুপারিশে অতিথিশালার ঘর বরাদ্দ হওয়ার ক্ষেত্রেও আরও কড়াকড়ি করা হচ্ছে বলে জানানো হয়েছে।
রাজ্য বিধানসভার তরফে স্থির করা হয়েছে এবার থেকে বিধায়কদের সুপারিশপত্র নিয়ে যারা হস্টেলের অতিথিশালায় থাকবেন তাঁদের অন্তত ৭ দিন আগে আবেদন করতে হবে। অতিথিদের সঙ্গে থাকা সুপারিশপত্র এবং অন্যান্য নথি পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে সন্তুষ্ট হলে তবেই ঘর বরাদ্দ করা হবে। কেউ অসৎ উদ্দেশ্যে ঘর ভাড়া নিচ্ছেন বলে ধরা পড়লে তাঁর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম ভাঁড়িয়ে তোলাবাজি মামলায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ এমএলএ হস্টেলের সুপার সুশান্ত মণ্ডলকে তলব করেছে। কিভাবে অভিযুক্ত বিজেপি বিধায়কের নাম করে ঘর ভাড়া নিলেন তাও খতিয়ে দেখা হচ্ছে। ওই বিধায়ককেও আগামীতে জেরা করবে পুলিশ।
প্রসঙ্গত, কলকাতার কিড স্ট্রিটে এমএলএ হস্টেলে বিধায়কদের সুপারিশক্রমে ৪১টি ভাড়া দেওয়া হয়। অতিথিদের জন্য নূন্যতম ঘর ভাড়া তিনশ টাকা সর্বাধিক দেড় হাজার টাকা। এইরকম একটি ঘর বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে’র নামে বুক করেছিল ওই তোলাবাজি কাণ্ডের অভিযুক্তরা। যদিও বিজেপি বিধায়কের দাবি তিনি কাউকে ঘর বুকিং করতে দেননি। এ প্রসঙ্গে রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন হস্টেল সুপারের রিপোর্ট তলব করেছেন। পুলিশের কাছেও বিষয়টি জানতে চাওয়া হয়েছে। কেউ অসৎ উদ্দেশ্যে ঢুকে থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।