জুনিয়র ডাক্তারদের আমরণ অনশনকে সংহতি জানিয়ে মঙ্গলবার আরজি করের ৫০ জনের বেশি সিনিয়র ডাক্তার ইস্তফা দিয়েছেন। নাটকীয় সেই গণ ইস্তফার পরেই অভূতপূর্ব ছবি দেখা গেল আরজি কর হাসপাতালে। দেখা যায়, যে হল থেকে সিনিয়র ডাক্তারেরা গণ ইস্তফায় সই করে বার হচ্ছেন, বাইরে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে তাঁদের ‘গার্ড অফ অনার দিচ্ছেন’ জুনিয়র ডাক্তারেরা।
আরজি কর-আন্দোলনে এর আগেও জুনিয়র ডাক্তারদের সমর্থনে রাস্তায় নেমেছেন সিনিয়র ডাক্তারেরা। প্রতীকী অনশনও করেছেন তাঁরা। তবে আরজি করের মতো হাসপাতালে সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা অন্য সব কিছুর থেকে আলাদা বলে মত অনেকের। প্রশাসনিক মহলের অনেকের বক্তব্য, এর অভিঘাতও সুদূরপ্রসারী।