টি-২০ বিশ্বকাপে নক-আউটের আশা জাগিয়ে রাখলেন শেফালিরা, পাকিস্তানকে হেলায় হারাল ভারত

ক্রীড়া

দুবাই: বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের রেকর্ড বরাবরই উজ্জ্বল। তা সে পুরুষদের ম্যাচ হোক বা মহিলাদের। দুই প্রতিবেশী দেশের রবিবারের দ্বৈরথেও সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কাউররা। দুবাইতে মহিলাদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে ৬ উইকেটে হারিয়ে পয়েন্টের খাতা খুলল ভারত। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে মাত্র ১০৫ রানেই থামে পাক-ব্রিগেড। জবাবে ৭ বল বাকি থাকতে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হেরে চাপে পড়ে গিয়েছিলেন হরমনপ্রীতরা। তাই এদিন শুধু জয় নয়, রান রেট বাড়িয়ে রাখাও ছিল তাঁদের লক্ষ্য। কিন্তু পাকিস্তানকে বাগে পেয়েও রান রেটের খুব একটা উন্নতি ঘটাতে পারেনি ভারতীয় দল। জয়ের জন্য ১০৬ তাড়া করতে লাগল ১৮.৫ ওভার! তাই পাকিস্তানকে হারিয়েও গ্রুপ-এ’র পয়েন্ট টেবিলে তাদের নীচে অবস্থান করছে টিম ইন্ডিয়া (চার নম্বরে)। বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভারত। তবে আসল পরীক্ষা গ্রুপ পর্বের শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রান তাড়া করতে নেমে শুরু থেকেই সতর্ক দেখাল টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচের পর এদিনও ব্যাট হাতে ব্যর্থ স্মৃতি মান্ধানা (৭)। টি-২০ বিশ্বকাপে ভারতকে ভালো ফল করতে হলে তাঁর ফর্মে ফেরা জরুরি। অপর ওপেনার শেফালি ভার্মার ব্যাট থেকে আসে ৩২ রান, যা দলীয় সর্বাধিক। তাঁর ৩৫ বলের ইনিংসে ছিল তিনটি বাউন্ডারি। তিনে নামা জেমাইমা রডরিগেজের সংগ্রহ ২৩। তবে রানের খাতা খুলতে ব্যর্থ রিচা ঘোষ। এই পর্বে পরপর দু’টি উইকেট খুইয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। হরমনপ্রীত অবশ্য দায়িত্বশীল ইনিংস খেলে দলকে জয়ের দোরগোড়ায় পৌঁছে দিলেন। তবে ২ রান বাকি থাকতে ঘাড়ে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যাপ্টেন। পরের বলেই সঞ্জনা চার মেরে ম্যাচে যবনিকা টানেন।
ভারতের জয়ের পথ অবশ্য প্রস্তুত করেছিলেন বোলাররাই। অরুন্ধতী, দীপ্তিদের দাপটে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হয়েছে পাকিস্তানের। ১ রানেই প্রথম ধাক্কা খায় তারা। ওপেনার ফিরোজাকে খাতাই খুলতে দেননি রেনুকা। এরপর নিয়মিত ব্যবধানে উইকেট খুইয়ে কোনওক্রমে একশোর গণ্ডি টপকায় পাক-ব্রিগেড। তাদের হয়ে সবচেয়ে বেশি রান নিদা দারের (২৮)। ভারতের সফলতম বোলার অরুন্ধতী রেড্ডি (৩-১৯)। তিনিই ম্যাচের সেরা হয়েছেন।