সংবাদদাতা, ডোমকল: প্রসূতি মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল মুর্শিদাবাদের ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। চিকিৎসকদের গাফিলতির কারণে এখানে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এর জেরেই হাসপাতালে ভাঙচুর চালাল উত্তেজিত জনতা।
জানা গিয়েছে, শনিবার সকালে ইসলামপুরের বাবলাবোনার বাসিন্দা বছর ১৯-এর অন্তঃসত্তা গৃহবধূ সাবিনা বিবিকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপরে আজ, মঙ্গলবার ভোররাতে কন্যা সন্তানের জন্ম দেন তিনি। কিন্তু প্রসবের পর থেকেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরিবারের অভিযোগ, সেই সময়ে নার্স এবং চিকিৎসকদের একাধিকবার ডাকা হলেও তাঁরা সে বিষয়ে কর্ণপাতই করেননি। এরপরে এদিন সকাল আটটা নাগাদ মৃত্যু হয় ওই প্রসূতির। চিকিৎসকদের গাফিলতির কারণে প্রসূতির মৃত্যু হয়েছে বলে অভিযোগ মৃতার পরিবারের। ফলে ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার পরিজনেরা। ক্ষোভপ্রকাশে তারা একটি ওয়ার্ডের টেবিল ও কয়েকটি চেয়ার ভাঙচুর চালায় বলে অভিযোগ।
খবর পেয়ে হাসপাতালে পৌঁছয় ডোমকল থানার পুলিস। পরিস্থিতি নিয়ন্ত্রণে মৃতার পরিবারের সদস্যদের সঙ্গে দফায় দফায় আলোচনাও করেন। অবশেষে দুপুর ১.৫০ নাগাদ হাসপাতাল থেকে মৃতদেহটি ছাড়া হয়। মৃতার পরিবারের তরফে লিখিতভাবে কোনও অভিযোগ করা হয়নি। এই বিষয়ে মৃতার মামা লালন শেখ বলেন, আমার ভাগ্নিকে শনিবার হাসপাতালে ভর্তি করেছিলাম। আজ, মঙ্গলবার সকালে আমার ভাগ্নি অসুস্থ হয়ে পড়ে। সেই সময় সেখানে উপস্থিত নার্স ও চিকিৎসকদের ডাকা হলেও তাঁরা কর্ণপাত করেন নি। এরপরে আটটা নাগাদ চিকিৎসকদের গাফিলতির কারণেই ভাগ্নির মৃত্যু হয়। সাবিনা বিবির মা সাথী বিবি বলেন, আমার মেয়ে অসুস্থ হয়ে পড়লে বারংবার নার্সদের ডাকাডাকি করেছি। কিন্তু তারা আমাদের কথায় কান দেননি। চিকিৎসকরা মোবাইল ঘাঁটতেই ব্যস্ত ছিল। আর তাঁদের এই গাফিলতির কারণেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।