দুবাই: পাক বধের খুশির মধ্যেই উদ্বেগের মেঘ ভারতীয় শিবিরে। রবিবার ব্যাট করার সময় ঘাড়ে চোট পেয়েছেন ক্যাপ্টেন হরমনপ্রীত কাউর। এরপর তিনি আর ব্যাট করতে পারেননি। জয়ের দোরগোড়ায় রিটায়ার্ড হার্ট হয়ে ড্রেসিং-রুমে ফেরেন হরমনপ্রীত। তাঁর চোট যথেষ্ট গুরুতর বলেই আশঙ্কা করা হচ্ছে। পরের ম্যাচগুলিতে ক্যাপ্টেনকে না পাওয়া গেলে চাপ বাড়বে ভারতের।
পাকিস্তানের বিরুদ্ধে গুরত্বপূর্ণ জয়ে ব্যাট হাতে বড় ভূমিকা রেখেছেন হরমনপ্রীত। চাপের মুহূর্তে মূল্যবান ২৯ রানের ইনিংস খেলেন তিনি। তবে চোট পেয়ে তিনি এতটাই কাবু হয়ে পড়েন যে, পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পর্যন্ত আসেননি। তাঁর পরিবর্তে স্মৃতি মান্ধানাই কথা বলেন। তিনি জানান, ‘চিকিত্সকদের তত্ত্বাবধানে রয়েছে হরমনপ্রীত। এখনই কিছু বলা যাচ্ছে না। আশা করি, ও দ্রুত সুস্থ হয়ে উঠবে।’ দলের পারফরম্যান্স প্রসঙ্গে স্মৃতির মন্তব্য, ‘পরিকল্পনামাফিক ক্রিকেট খেলেই সাফল্য এসেছে। এই জয় আগামী ম্যাচগুলিতে আমাদের আত্মবিশ্বাস বাড়াবে।’ জিতলেও ভারতের রান রেটের খুব একটা উন্নতি হয়নি। এই প্রসঙ্গে ভারতীয় ওপেনারকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘রান রেটের ব্যাপারটা মাথায় ছিল। তবে শুরুতে শেফালি ও আমার ব্যাটে ঠিকভাবে বল আসছিল না। তাই ঝুঁকি নিইনি। পরের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বড় ব্যবধানে জেতাই এখন আমাদের লক্ষ্য।’