কলকাতা পুরসভায় সাপের আতঙ্ক

কলকাতা

মৃণালকান্তি সরকার, কলকাতা: বুধ-বৃহস্পতিবার পর পর দু’দিন ধরে কলকাতা পুরসভায় সাপের আতঙ্কে দিশাহারা কর্মীরা। বুধবার ডেপুটি মেয়র অতীন ঘোষের ঘরে দেখা যায় একটি সাপ। তার হদিশ না মেলায় খালি হাতে ফিরতে হয় বন বিভাগের কর্মীদের। বৃহস্পতিবার দুপুরে ফের কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা মিলল একটি সাপের। প্রত্যক্ষদর্শীরা জানান সাপটি দাঁড়াশ সাপ। বলে তল্লাশিতে এসে বন দফতরের কর্মীরাও জানান সেই কথা।

জানা গেছে, এদিন সাতসকালেই কলকাতা পুরসভার কাউন্সিলর ক্লাবের বারান্দায় দেখা দেন তিনি। প্রায় এক থেকে দেড় ঘন্টা পরে বন কর্মীরা হাজির হন সাপ খুঁজতে। দীর্ঘক্ষণ তল্লাশি চলে হুক ট্যাং এবং বাগ নিয়ে। তবে খোঁজ পাওয়া যায়নি সাপের। ফলে খালি হাতেই ফিরতে হয় বন কর্মীদের। আলিপুর চিড়িয়াখানার কর্মী সোমনাথ দেবনাথ বলেন যে, ‘ইঁদুর ধরতেই সাপটি ঢুকে পড়েছে। এটি বিষাক্ত নয়। ভয় পাওয়ার কিছু নেই।’ তবে সাপের আতঙ্কে দু’দিন শিকেয় উঠেছে পুরসভার কাজ।

এদিন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের ঘরেও যান আলিপুর চিড়িয়াখানার বনকর্মীরা। দীর্ঘক্ষণের তল্লাশির পর অবশেষে গতকালের মত আজকেও খালি হাতে ফিরলেন চিড়িয়াখানা ও বনকর্মীরা। তবে কলকাতা পুরসভার সদর দফতরে সাপ বেরোনো ঘটনায় অবশেষে নড়েচড়ে বসেছে পুর কর্তৃপক্ষ। এই ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক সৃষ্টি হয়েছে কলকাতা পুরসভার কর্মীদের মধ্যে। তবে এই ব্যাপারে ডেপুটি মেয়র বা পুরসভার তরফে কেউ কিছুই বলতে চাননি।