দেবোপম সরকার, বিধাননগর: আজ বৃহস্পতিবার সল্টলেকের নিক্কো পার্কে জওহরলাল নেহেরুর ১৩৫ জন্মদিন এবং শিশু দিবস উপলক্ষে বাচ্চাদের নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রত্যেক বছর পার্ক কর্তৃপক্ষ শিশু দিবস উপলক্ষে এই বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে থাকে। এবছর প্রায় ৬০০ জন ছাত্রছাত্রীরা ৬ বছর থেকে ১৬ বছর বয়সী এই অঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ভাস্কর বিমল কুণ্ডু, শিল্পী নাফিসা জেসমিন, শিল্পী সুজিত কুমার ঘোষ। নিক্কো পার্কের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজেশ রাই সিংহানিয়া জানান এই নিয়ে ১২ বছর ধরে তাঁরা শিশু দিবসে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করে আসছেন। বাচ্চাদের জন্য কোন রকম বিষয় নির্দিষ্ট করে দেওয়া হয় না। বাচ্চারা নিজস্ব মনের ভাব প্রকাশ করার জন্য যা আঁকে তার ওপরই বিচার করা হয়।
তিনি আরও জানান, আজকে যতজন বাচ্চা ছবি এঁকেছে সেই ছবিগুলোকে সংরক্ষণ করে পার্কের ভেতরে সেগুলো নিয়ে একটা প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। অন্যদিকে, ভাস্কর বিমল কুণ্ডু জানান, ‘আমাদের ছোটবেলা আর এখনকার বাচ্চাদের ছোটবেলা সম্পূর্ণ আলাদা। আমাদের ছোটবেলায় আমরা পড়াশুনোর ফাঁকে নিজেদের পছন্দের মত জিনিস পড়তে পারতাম। তখনকার দিনে যৌথ পরিবার ছিল। কিন্তু কাজের ব্যস্ততায় এখন ছোট্ট পরিবার হয়ে যাওয়ায় বাচ্চাদের ভেতরে যে প্রতিভা আছে তা অনেক সময় চাপা পড়ে যায়। তাই বিচারক হিসেবে নয় আমরা বাচ্চাদের সম্পূর্ণ স্বাধীনতা দিই, তারা নিজেদের পছন্দে যা খুশি ছবি আঁকতে পারে। এর ফলে বাচ্চারা তাদের নিজেদের প্রতিভাকে তুলে ধরতে পারবে।’
আজ এই আঁকা প্রতিযোগিতা শেষে চারটে বিভাগে প্রথম তিনজন করে বিজেতা হিসেবে ঘোষণা করা হয়। বাকি সমস্ত বাচ্চাদের এবং তাদের অভিভাবকদের আজ বিনামূল্যে পার্কে ঘুরে বিভিন্ন রাইড চড়ানোর ব্যবস্থা করে নিকো পার্ক কর্তৃপক্ষ। প্রত্যেক বাচ্চাকে একটি করে কুপন দেওয়া হয়েছে পার্কের তরফ থেকে। যা ৩০ নভেম্বর অবধি বৈধ থাকবে। যেখানে বাচ্চারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের বাবা মায়ের সঙ্গে ৫০ শতাংশ ছাড়ে পার্ক ঘুরে বিভিন্ন রাইড এনজয় করতে পারবে। এই আঁকা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে খুশি বাচ্চারাও।