নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরশুমের রেশ কাটার আগেই সুখবর পেলেন ‘কর্ম বন্ধুরা’। একধাক্কায় তাঁদের বেতন বাড়ল তিন হাজার টাকা। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তি জারি করে রাজ্যের অর্থ দফতর এই বেতন বৃদ্ধির কথা জানিয়েছে। এখন থেকে তাঁরা মাসে ৫ হাজার টাকা করে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকেই এই নির্দেশ কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।
ভূমি ও ভূমি রাজস্ব এবং কৃষি দফতরে কর্মরত ওই অস্থায়ী কর্মীরা এতদিন মাসে ২ হাজার টাকা করে বেতন পেতেন। বেতন বাড়ছে তবে অন্য কোনও ভাতা পাবেন না। ১ সেপ্টেম্বর থেকে বর্ধিত বেতনের অংশ এরিয়ার হিসাবে দেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে পুজোর মুখে বাংলা সহায়তা কেন্দ্রের কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছিল রাজ্য সরকার। তাঁরা মাসিক ১৪ হাজার ৩৮০ টাকা করে বেতন পাচ্ছিলেন। তা বেড়ে হয়েছে ১৬ হাজার টাকা। ২০২৪ সালের ১ অক্টোবর থেকেই এই বর্ধিত হারে বেতন পাচ্ছেন রাজ্যে কর্মরত বাংলা সহায়তা কেন্দ্রের ডেটা এন্ট্রি অপারেটররা। পাশাপাশি ২০২৫ সালের ১ জুলাই থেকে তাঁদের বার্ষিক ৩ শতাংশ হারে বেতন বৃদ্ধির সিদ্ধান্তও নেওয়া হয়েছে রাজ্য সরকারের তরফে। এর ফলে উপকৃত হয়েছেন বহু কর্মচারী। তার কিছুদিন আগেই কন্যাশ্রী ও রূপশ্রী প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক বাড়িয়েছে রাজ্য সরকার। এতদিন এই দুই প্রকল্পের সঙ্গে যুক্ত চুক্তিভিত্তিক সরকারি কর্মীদের পারিশ্রমিক ছিল ১৫ হাজার টাকা। তা একলাফে বেড়ে হয়েছে ২১ হাজার টাকা। কন্যাশ্রী প্রকল্পের ডেটা ম্যানেজার এবং রূপশ্রীর ডেটা এন্ট্রি অপারেটরদের পারিশ্রমিকও ১১ হাজার টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার টাকা করা হয়েছে।এই বেতন বৃদ্ধির পর রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়েছে শাসকদলের কর্মচারী সংগঠন।
তৃণমূল কর্মচারী ফেডারেশনের আহ্বায়ক প্রতাপ নায়েক বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে বেতন বৃদ্ধির দাবি করছিলাম। এত দিনে রাজ্য সরকার এই দাবি মেনে নেওয়ায় তাঁদের ধন্যবাদ জানাই।’