নিজস্ব সংবাদদাতা, বজবজ : রাস পূর্ণিমার দিনেই গঙ্গায় তলিয়ে গেল ৪ কিশোর। দক্ষিণ ২৪ পরগনার বজবজের বিড়লাপুরে হুগলি নদীতে স্নান করতে নেমে তলিয়ে গেল ৪ কিশোর! সূত্রের খবর, ৫ জন একসঙ্গে স্নান করতে নেমেছিল। সেই সময় তাঁদের নদীতে তলিয়ে যেতে দেখে স্থানীয় এক ব্যক্তি ১ জনকে উদ্ধার করতে সমর্থ হলেও বাকি ৪ জন তলিয়ে যায়। ৪ জনের মধ্যে ছিল দুই ভাই বিজয় নাথ শা (১৬), রনবিজয় শা (১৪)। এই ঘটনায় কিশোরদের পরিবারের লোকজন গঙ্গার ধারে কান্নায় ভেঙে পড়েন।
এরই মধ্যে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা তলিয়ে যাওয়া কিশোরদের খোঁজে তল্লাশি শুরু করেছে। ঘটনাস্থলে হাজির হন এসডিপিও, নোদাখালী থানার আইসি সহ পুলিশ আধিকারিকরা। এছাড়াও স্থানীয় জনপ্রতিনিধিরাও উপস্থিত হন।
সূত্রের খবর, বজবজ বিড়লাপুরে হুগলি নদীতে তলিয়ে যাওয়া ৪ কিশোরের মধ্যে দুই ভাইয়ের নাম বিজয় নাথ শা(১৬), রনবিজয় শা(১৪)। এছাড়াও অপর দু’জন হল, কুমার মাহাতো (১৫) ও বিভাস শা (১৭)।