সব সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাইয়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার

কলকাতা জেলা রাজ্য শহর শিক্ষা

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যে তরুণের স্বপ্ন প্রকল্পের ট্যাবের টাকা নিয়ে সাইবার প্রতারণার ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাজ্য সরকার সমস্ত সামাজিক সুরক্ষামূলক প্রকল্পে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যাচাই করার সিদ্ধান্ত নিয়েছে। টাকা পাঠানোর আগে উপভোক্তার সমস্ত তথ্য যাচাই করা হবে। কন্যাশ্রী, রূপশ্রী, জয় জোহার–সহ সব সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে।  অর্থ দফতর ও ব্যাঙ্কের আধিকারিকরা ব্যাঙ্কের তথ্য যাচাই করবেন বলে নবান্নের তরফে জানানো হয়েছে।তার পরেই ট্রেজারির মাধ্যমে টাকা পাঠানো হবে। এরই মধ্যেই দফতর গুলিকে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দেওয়া হয়েছে। শুক্রবার  মুখ্যসচিব মনোজ পন্থ নবান্নে ব্যাঙ্ক আধিকারিকদের বৈঠকে ডেকেছেন। সেখানে এই বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।

নবান্ন সূত্রে খবর, রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলির টাকা দু’ভাবে উপভোক্তাদের কাছে পৌঁছয়। একটি সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয়। গ্রাহকের অ্যাকাউন্ট ভ্যালিডেট করে ব্যাঙ্ক। এ ছাড়াও বেশিরভাগ সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পেতে সরকারি প্রকল্পে তথ্য আপলোড করতে হয়।

সেই আবেদন মঞ্জুর হলে ট্রেজারি থেকে ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তার অ্যাকাউন্টে যায়। তরুণের স্বপ্ন, জয় জোহার, কন্যাশ্রীর মতো প্রকল্পগুলির টাকা ট্রেজারি থেকে ব্যাঙ্কের মাধ্যমে উপভোক্তাদের দেওয়া হয়। এখানে অ্যাকাউন্ট ভ্যালিডেশনে সে ভাবে গুরুত্ব দেওয়া হয় না।এর সুযোগ নিয়েই ট্যাবের টাকা গায়েব হয়েছে বলে মনে করছে অর্থ দফতর। এ বার গ্রাহকদের অ্যাকাউন্ট–সহ বিস্তারিত তথ্য আগে অর্থ দফতর এবং ব্যাঙ্ক আলাদাভাবে পরীক্ষা করে দেখবে। দেখা হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ করা রয়েছে কি না। এটা নিশ্চিত হওয়ার পরেই ট্রেজারিকে নির্দেশ দেওয়া হবে, টাকা বা সাম্মানিক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠাতে।