নিজস্ব প্রতিনিধি, কলকাতা: গঙ্গা বা হুগলি নদীর ওপর দুই প্রাচীন শহর হাওড়া ও কলকাতার মধ্যে যোগাযোগ রক্ষাকারী প্রধান সেতু হাওড়া ব্রিজ তথা রবীন্দ্র সেতুর স্বাস্থ্য পরীক্ষা হবে। যার ফলে ১৬ তারিখ মাঝরাতে থেকে ১৭ তারিখ সকাল পর্যন্ত ৫ ঘণ্টা বন্ধ থাকবে এই ব্রিজের ওপর দিয়ে চলাচলকারী সব যানবাহন। ব্রিজ বন্ধ রেখে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে।
উল্লেখ্য প্রায় ৪০ বছর বাদে এই ব্রিজের রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা হয়েছে। যার জন্য এই ব্রিজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৬ নভেম্বর রাত সাড়ে ১১টা থেকে ১৭ নভেম্বর ভোর সাড়ে চারটা পর্যন্ত হাওড়া ব্রিজের ওপর চলাচলকারী সব রকমের যানবাহন বন্ধ রাখা হবে। রক্ষণাবেক্ষণ এর স্বার্থে পুরোপুরি বন্ধ রাখা হবে।
একদিকে কলকাতা, আর অন্যদিকে হাওড়া। মাঝে বয়ে চলেছে গঙ্গা। দুই শহরের মধ্যে সংযোগ রক্ষা করছে এই সেতু। যার পোশাকি নাম, রবীন্দ্র সেতু। তবে হাওড়া ব্রিজ নামেই এক ডাকে সকলেই চেনে। কলকাতা শহরের অন্যতম ল্যান্ডমার্ক এই হাওড়া ব্রিজ। কিন্তু ব্রিটিশ আমলে তৈরি এই সেতুটির দিনে দিনে বয়স বাড়ছে। তাই হাওড়া ব্রিজ রক্ষণাবেক্ষণ ও স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন দেখা দিয়েছে। এর ফলেই এই সিদ্ধান্ত নিয়েছে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। ফলে শনিবার মধ্যরাত থেকে রবিবার ভোর পর্যন্ত হাওড়া ব্রিজে পুরোপুরি বন্ধ থাকবে যান চলাচল।
কোন পথে যান চলাচল?
কলকাতার স্ট্যান্ড রোড দিয়ে আসা উত্তরমুখী গাড়িগুলিকে এমজি রোড ও স্ট্যান্ড ক্রসিং থেকে পোস্তা ও সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে ঘুরে দেওয়া হবে। সেক্ষেত্রে যেতে হবে নিবেদিতা সেতু দিয়ে।
সেন্ট্রাল অ্যাভিনিউ দিকে আসা দক্ষিণমুখী গাড়িগুলিকে এমজি রোড থেকে ঘুরে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতু দিকে হাওড়ার দিকে যেতে পারবে।
ব্র্যাবোর্ন রোড যাতায়াতকারী গাড়িগুলি স্ট্যান্ড রোড হয়ে চলে যাবে বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি ব্রিজে।
দক্ষিণ এবং পূর্ব কলকাতা থেকে হাওড়া ব্রিজের দিকে আসা যানবাহনগুলোকে বিদ্যাসাগর সেতু দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
উত্তরে হাওড়ার দিক থেকে এইচআইটি সেতু যে গাড়িগুলি আসবে, সেই গাড়িগুলিতে ২৭এ পয়েন্ট থেকে দ্বিতীয় হুগলি সেতুর দিকে ঘুরিয়ে দেওয়া হবে। গাড়ি চলবে আরবি সেতু, ডিএম বাংলো, বার্ন স্ট্যান্ডার্ড কোং, ফোরশোর রোড এবং কাজিপাড়া ক্রসিং দিয়ে।
পশ্চিম এবং দক্ষিণ হাওড়া থেকে আসা যানবাহনগুলো ২৭এ পয়েন্ট থেকে বালি ব্রিজের দিকে এইচআইটি ব্রিজ, গোলাবাড়ি পুলিশ স্টেশন ক্রসিং, পিলখানা এবং জিটি রোড হয়ে ঘুরিয়ে দেওয়া হবে।