নিজস্ব প্রতিনিধি, নিউটাউন: ঘরে না থাকার সুযোগে, তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা। বিধাননগর পুরনিগমের ১৫ নম্বর ওয়ার্ডের জ্যাংড়াতে। নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন স্থানীয়রা।
জানা গেছে, গত মঙ্গলবার পরিবারের গৃহকর্তা সন্দীপ কুমার গুপ্তা, স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে ডাক্তার দেখাতে গিয়েছিলেন শিশু মঙ্গল হাসপাতালে। সেখান থেকে দিদির বাড়ি রুবিতে যান। গত বৃহস্পতিবার দিদির রুবির বাড়ি থেকে শ্বশুরবাড়ি কাঁকিনাড়ায় যান। আজ রবিবার সকালে প্রতিবেশীরা গৃহকর্তাকে ফোন করে জানান তাঁর বাড়ির তালাভাঙা অবস্থায় পড়ে আছে। পরিবার নিয়ে বাড়ি ফিরে দেখতে পান নিচতলা থেকে দোতলায় ছ’টি তালা ভেঙে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটিয়েছে দুষ্কৃতীরা।
এমনকি ঘরের একটি আলমারি ভেঙে প্রায় ৩০০ গ্রাম সোনা রুপোর গয়না এবং হীরের গয়না (আনুমানিক মূল্য প্রায় ৩০ থেকে ৩৫ লক্ষ টাকা) চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা। একটি জনবহুল এলাকা থেকে কিভাবে তালা ভেঙে এই চুরির ঘটনা ঘটলো তা নিয়ে বিস্মিত সকলেই।
প্রতিবেশী সোমনাথ দত্ত এদিন ভোর সাড়ে চারটের সময় বাথরুম করতে উঠে দেখতে পান, একটি মাঝ বয়সি যুবক ঘর থেকে বেরোচ্ছে। তাঁকে দেখতে পেয়েই পালিয়ে যায় ওই যুবক। গোটা ঘটনার পর পরিবারের পক্ষ থেকে বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে বাগুইআটি থানার পুলিশ। রাস্তার ধারে থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিতকরণের কাজ করছে তদন্তকারী আধিকারিকরা।