নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় সপ্তাহান্তে মনোরম আবহাওয়া। আরও নামল দিন ও রাতের পারদ। হালকা শীতের আমেজ। সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। ঊনিশের ঘরে কলকাতার পারদ নেমে এসেছে। সকালের দিকে হালকা কুয়াশা ও ধোঁয়াশা। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুষ্ক আবহাওয়া, বৃষ্টির সম্ভাবনা নেই। আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস।
উত্তুরে হাওয়াতে মনোরম পরিবেশে তাপমাত্রার পতনে শহরবাসী মেতে উঠেছেন। তবে পশ্চিমের জেলাগুলোতে পারার পতন একটু বেশি। আগামী দু দিনে আরও দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের আধিকারিক। যার ফলে শীতের আমেজ দক্ষিণবঙ্গের সব জেলাতেই অনুভূত হবে। তবে হাওয়া অফিস সূত্রে আরও বলা হয়েছে, মনোরম পরিবেশ হলেও এখনই জাঁকিয়ে শীতের কোন সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ নদিয়া জেলাতে মাঝারি কুয়াশার সম্ভাবনা। এছাড়া হালকা থেকে মাঝারি কুয়াশা হতে পারে বিক্ষিপ্তভাবে বাকি জেলাগুলোতেও।
উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা। এই অঞ্চলে মূলত শুষ্ক আবহাওয়া। ঘন কুয়াশার চাদর থাকবে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা কমে ৫০ থেকে ২০০ মিটার হতে পারে।