শুভজিৎ মণ্ডল, নিউটাউন: এবার অনলাইন ডেলিভারির সংস্থার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ কর্মীদের। নিউ টাউনের এক ডেলিভারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ কর্মীদের। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে লিখিত অভিযোগ দেওয়ার পরেও পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে আজ ক্ষোভে ফেটে পড়লেন কর্মীরা। অভিযোগ দায়ের করেন টেকনোসিটি থানায়।
জানা গেছে, নিউটাউনে এক ব্লিঙ্কিট অনলাইন ডেলিভারি সংস্থার কর্মীরা দীর্ঘদিন ধরে তাঁদের অফিসে লিখিত অভিযোগ করলেও কাজ না হওয়ায় আজ থানায় অভিযোগ দায়ের করেন সকলে। জানা যায়, বিগত দিনগুলিতে বন্ধ হয় ইনসেনটিভ। গত কয়েক মাস যাবত এমনই সমস্যার সম্মুখীন হচ্ছেন কর্মীরা, বেশ কয়েকবার লিখিত অভিযোগ দেওয়াও হয় এ বিষয়ে। তাই এবার বাধ্য হয়েই থানায় অভিযোগ দায়ের করেন। তার আগে বেশ কিছুক্ষণ ধরে চলে বিক্ষোভ। প্রতিবাদ জানিয়ে স্লোগান তোলেন কর্মীরা। মূলত তাঁদের দাবি, পুনরায় চালু করতে হবে বন্ধ হওয়া ইনসেনটিভ। নিউটাউনে ১ কিলোমিটারের মধ্যে দু’টি ষ্টোর আছে তাঁদের নির্দিষ্ট একটি ইনসেনটিভ করা ও তাঁদের নির্দিষ্ট এরিয়া ভাগ করা এরকম অসংখ্য দাবি নিয়ে তাঁরা লিখিত অভিযোগ দায়ের করেন। দাবি পূরণ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দেন কর্মীরা।