নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতার রাস্তায় গলায় ফাঁস দিয়ে খুন! সিসিটিভির ফুটেজ দেখে একজনকে গ্রেফতার করল পুলিশ। কলকাতার জোড়াসাঁকো থানা এলাকায় রবিবার রাতে মহাত্মা গান্ধী রোডের ধারে ফুটপাতে এক মাঝবয়সী অজানা ব্যক্তিকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা এই দৃশ্য দেখে জোড়াসাঁকো থানায় খবর দিলে পুলিশ অচেতন অবস্থায় তাঁকে উদ্ধার করে মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানান।তাঁর শরীর থেকে রক্তপাত হয়েছিল বলেও পুলিশ সূত্রে জানা গেছে।
পুলিশ রহস্যজনক মৃত্যু বলে একটি মামলা দায়ের করার পাশাপাশি মৃতের পরিচয় জানার চেষ্টা করছে। ঘটনারস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রাতেই সরফরাজ নামে একজনকে গ্রেফতার করে পুলিশ। সিসিটিভির ফুটেজে দেখা গেছে সরফরাজ গলায় গামছা দিয়ে এই মাঝবয়সী ব্যক্তিকে শ্বাসরোধ করে মারার চেষ্টা করছে! ধৃতের বাড়ি কলকাতার এমএমবর্মণ স্ট্রীটে। তাঁর কাছ থেকে গামছাটিকেও উদ্ধার করেছে পুলিশ। তবে শ্বাসরোধ করেই এই ব্যক্তির মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখেছে পুলিশ।