নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ক্রমাগত মাথা চাড়া দিচ্ছে আরজি কর কাণ্ডের ঘটনা। চিকিৎসক তরুণী খুনের ঘটনা পেরিয়ে গিয়েছে ১০০ দিন। অভয়ার বিচারের প্রতিবাদে ফের রাস্তায় সাধারণ মানুষ ও জুনিয়র ডাক্তাররা। তখন থেকেই ‘থ্রেট কালচার’ শব্দটির সঙ্গে বিশেষ ভাবে পরিচিত হয়ে উঠেছেন বাংলার মানুষ।
জানা গেছে, বাংলার বিভিন্ন মেডিক্যাল কলেজে নাকি শাসকপন্থী চিকিৎসকেরা এই থ্রেট কালচার চালান! ঠিক এমনই ঘটনা মিলল গুজরাটের মেডিক্যাল কলেজে। গুজরাটের এক মেডিক্যাল কলেজে ব়্যাগিংয়ের জেরে মৃত্যু হয়েছে এক ডাক্তারি পড়ুয়ার!
আর এই ঘটনার পরেই থ্রেট কালচারের মাথাদের বাঁচানোর সরকারি চক্রান্তের বিরুদ্ধে মেডিক্যাল কলেজগুলিতে স্বাধিকার রক্ষার দাবিতে মেডিক্যাল সার্ভিস সেন্টার সার্ভিস ডক্টরস ফোরাম নার্সেস ইউনিটির পক্ষ থেকে স্বাস্থ্য ভবনের সামনে বিক্ষোভ দেখান হয়। স্বাস্থ্যসচিবের সঙ্গে দেখা করতে গেলে বিধাননগর পুলিশ কমিশনারেটের পুলিশ তাঁদের বাধা দেয়। পরে একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ভবনের ভেতরে গিয়ে তাঁদের দাবি পেশ করেন।