Breaking: পাঁচ মাসের ব্যবধানে ফের অ্যাক্রোপলিস মলে আগুনের জেরে ছড়াল আতঙ্ক

কলকাতা শহর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সাত সকালেই অগ্নিকাণ্ডের আতঙ্ক অ্যাক্রোপলিস মলে।
ডাক্তার নির্দেশ দিয়েছেন সকালবেলা যেন খালি পেটে না থাকা হয়, তাই সপ্তাহের প্রথম দিনেই সকালেই করেছিলেন খাবার অর্ডার। আর সেই খাবার বানাতে গিয়েই ঘটলো বিপত্তি! এখনও পর্যন্ত সূত্রের যা খবর তা অনেকটাই এরকম, তাওয়াতে ভাজা চলছিল মোমো, যাকে বলে প্যানফ্রাই মোমো। গণগনিয়ে জ্বলছিল আগুন তার ওপরে তাওয়া আর সেখানেই মোমো। কেবলমাত্র সস দিতেই জ্বলে ওঠে আগুন! তাঁর জেরে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে।

পাঁচ মাস যেতে না যেতেই আবারও একই ঘটনা কসবার এই শপিং মলে। জায়গাটাও সেই একই, মলের দ্বিতলের ফুড কোর্ট।
জানা গেছে, সোমবার সকাল ১১টা নাগাদ ফুড কোর্টের একটি খাবারের দোকানে রান্না করার সময়েই আচমকাই আগুন ধরে যায়। তবে আগুন ছড়ানোর আগেই পদক্ষেপ করেন দোকানে উপস্থিত কর্মীরা। মলের অন্যান্য কর্মীরাও ছুটে আসেন ঘটনাস্থলে। বেশ কিছুক্ষণের চেষ্টায় মলের অগ্নিনির্বাপক ব্যবস্থার মাধ্যমেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে কী ভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়।

মলের জনসংযোগ আধিকারিক অভিষেক পাল জানান, ওই দোকানে রান্না করার সময় তেল লিক করে আগুন লাগে। তবে মল কর্তৃপক্ষের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। বাকি ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।