নিজস্ব প্রতিনিধি, কলকাতা : সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় আচমকাই এক ব্যক্তি তাঁর গাড়ির সামনে চলে আসেন। তৎপর নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে তৎক্ষণাৎ সরিয়ে দেন। পরে শিবপুর থানার পুলিশ তাঁকে আটক করে। পুলিশের হাতে আটক ব্যক্তির নাম শেখ সমীরুল(৩৫)। সোমবার কোনও অনুমতি ছাড়াই মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার চেষ্টা করছিলেন তিনি। এরপরই পুলিশ ওই ব্যক্তিকে আটক করে শিবপুর থানায় নিয়ে আসে।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি কাপড়ের ব্যবসায়ী। তবে লকডাউনের সময় থেকেই তাঁর ব্যবসায় মন্দা দেখা দেয়। সমীরুলের স্ত্রীও তাঁকে ছেড়ে চলে গেছে। সব মিলিয়ে মানসিক অবসাদে ভুগছে সে। কেন সে এই কাজ করলো তা জানতে তাঁকে আরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।