Breaking: বেলডাঙা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ কৌস্তুভ বাগচি

অপরাধ আইন কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেলডাঙা বিস্ফোরণে এনআইএ তদন্তের দাবি করে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ বিজেপি নেতা ওরফে আইনজীবী কৌস্তভ বাগচী। এনআইএ তদন্তের পাশাপাশি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে নিরাপত্তা সুনিশ্চিত করার আবেদন জানিয়েছেন তিনি। মামলা রুজুর আবেদন গ্রহণ করেছে আদালত। আগামীকাল এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

গতরাতে বেলডাঙায় দুই গোষ্ঠীর সংঘর্ষে বিস্ফোরণের অভিযোগ ওঠে। যেখানে সেই ঘটনা ঘটেছে, সেখানকার কমিটির সভাপতি এবং সম্পাদককে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আদালতে পেশ করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এই ঘটনায় যুক্ত সন্দেহে ১৭ জনকে গ্রেফতার করে ভাঙচুর ও হিংসার ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে বলে জানান হয়েছে। এর পাশাপাশি, পুলিশের তরফে আরও বলা হয়, ‘জেলার কোথাও কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। ৬জন আহত হন। তাঁদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। যাঁরা আহত হয়েছেন, তাঁদের সকলের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। পুরো পরিস্থিতির ওপরে পুলিশ কড়া নজর রেখেছে। এর পাশাপাশি পুলিশের তরফে আরও জানান হয়েছে, শান্তি বিঘ্নিত করতে যাচাই না করেই সোশ্যাল মিডিয়ায় যে তথ্য এবং পরিসংখ্যান ছড়ানো হচ্ছে, তাতে দয়া করে কান দেবেন না। যারা আইন ভেঙেছে এবং যারা গুজব ছড়াচ্ছে, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ করা হবে।

এরপরই কলকাতা হাই কোর্টে আজ সোমবার মামলা দায়ের করলেন আইনজীবী তথা বিজেপি নেতা কৌস্তুভ বাগচি।