ফের ঘূর্ণাবর্ত! শীত নয় এখনই

আবহাওয়া কলকাতা রাজ্য

নিজস্ব প্রতিনিধি,কলকাতা: এখনই জমিয়ে শীত নয়, ফের আসছে ঘূর্ণাবর্ত! তবে এই ঘূর্ণাবর্ত কাটলেই জাঁকিয়ে শীত পড়বে বলে এখন স্পষ্ট ধারণা দিতে পারেনি আবহাওয়া দফতর। দুই-এক দিনের মধ্যেই ফের ঘূর্ণাবর্তের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। যদিওবা এ বিষয়ে এখনও পর্যন্ত সুনিশ্চিত কোনও তথ্য দিতে পারেনি আবহাওয়া দফতর। তবে জানা যাচ্ছে আর আগামী দুই-একদিনের মধ্যে ফের ঘূর্ণাবর্তের সম্ভবনার আভাস মিলেছে।

এরই মধ্যে বঙ্গে এক ধাক্কায় পারদ নেমেছে অনেকটাই। কলকাতায় আজ তাপমাত্রার পারদ নেমেছে ১৮ ডিগ্রি সেলসিয়াসে। পাশাপাশি শীতের আমেজ দক্ষিণবঙ্গের কমবেশি প্রত্যেকটি জেলাতেই অনুভূত হচ্ছে। পুরুলিয়ার সর্বনিম্ন তাপমাত্রা ১২ ডিগ্রি সেলসিয়াস এবং বীরভূমের ১৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত আগামী পাঁচ দিন পারদ একই ঘরে থাকার সম্ভাবনা রয়েছে। সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা আগেই জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। আপাতত নতুন করে তাপমাত্রা কমার সম্ভবনা নেই। অর্থাৎ তাপমাত্রা কমার সম্ভাবনা না থাকায় আগামী কয়েক দিনে বঙ্গে দাপিয়ে বাড়বে না শীত। তবে এরই মধ্যে এবার ঘূর্ণাবর্তের আশঙ্কা। এই মুহূর্তে সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে বাংলাদেশের ওপর, যার প্রভাব পড়তে পারে এপার বাংলাতে। ঘূর্ণাবর্তটি সমুদ্রতল থেকে ১.৫ কিমি ওপর পর্যন্ত বিস্তৃত।
বাংলাদেশের সাইক্লোনিক সার্কুলেশনের প্রভাবে সম্ভাবনা নেই বৃষ্টির। এছাড়াও আরেকটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে কোমরিন এলাকায়, যার জেরে দক্ষিণ ভারতের হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। এই ঘূর্ণাবর্তের প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকছে তামিলনাড়ু, পুদুচেরি সহ কেরলের বিভিন্ন জায়গায়।