লিলুয়ায় কোনা ব্রিজে দুর্ঘটনা, ঘটনাস্থলেই বাইক আরোহীর মৃত্যু

জেলা

মৌমিতা সানা, হাওড়া: হাওড়ায় লিলুয়ার কোনা ব্রিজের ওপর পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর। মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনাটি ঘটে। এদিন ডানকুনির দিক থেকে ধূলাগড়ের দিকে যাচ্ছিলেন ওই বাইক আরোহী যুবক। সেই সময় তাঁকে পেছন থেকে ধাক্কা মারে একটি গাড়ি। ঘাতক গাড়ি ও চালকের খোঁজে এরই মধ্যে তল্লাশি শুরু করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। বারবার পথ দুর্ঘটনা রুখতে পুলিশ বিভিন্ন পদক্ষেপ নিলেও বেপরোয়া গাড়ি চালকদের জন্যই দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ সাধারণ মানুষের। পুলিশ সূত্রে জানা গেছে, মৃত বাইক বাইক আরোহীর নাম মন্নু মিশ্র (২৫)। তাঁর বাড়ি হুগলির শ্রীরামপুরে। পুলিশ জানিয়েছে, মৃত বাইক আরোহীর মাথায় হেলমেট ছিল। সম্ভবত গাড়ির ধাক্কায় বেশ কিছুটা দূরে ছিটকে পড়েই দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়। এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে পুলিশ।