বগটুই কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের প্যারোলে জামিন মঞ্জুর

অপরাধ কলকাতা জেলা রাজনীতি রাজ্য

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বগটুই কাণ্ডে অভিযুক্ত আনারুল হোসেনের প্যারোলে জামিন মঞ্জুর করল আদালত। মেয়ের বিয়ের জন্য শর্ত সাপেক্ষ এই জামিন মঞ্জুর করলো কলকাতা হাই কোর্ট।

জানা গেছে, ২৪ নভেম্বর মেয়ের বিয়ের জন্য জামিনের আবেদন করে আনারুল হোসেন। তার আবেদনে সাড়া দিয়ে ৭ দিনের জন্য জামিন মঞ্জুর করল আদালত। তবে এই কয়েক দিন বাড়িতেই থাকতে হবে আনারুলকে। বিয়ের জন্য অনুষ্ঠান বাড়িতে যেতে পারবেন। কিন্তু এলাকায় ঘুরতে পারবেন না। পুলিশ প্রহরা রাখতে হবে। ছাড়া পাওয়ার ৭ দিনের মধ্যে তাঁকে আত্মসমর্পণ করতে হবে। আত্মসমর্পণ করার পর আদালতে জানাবেন তার আইনজীবী। নির্দেশ বিচারপতি অরিজিত বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের। উল্লেখ্য, বগটুই কাণ্ডের পর সিবিআইয়ের হাতে গ্রেফতার হয় আনারুল।