নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বয়স হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের। চাই অভিষেককে, ঠিক এমনই মন্তব্য করেছিলেন হুমায়ুন কবির। তিনি বলেছিলেন, ‘বয়স বাড়চ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। অনেক দিন তিনি সব দায়িত্ব সামলিয়েছেন। এবার অভিষেকের অভিষেক হওয়া প্রয়োজন।’
তবে হুমায়ুন কবীর এই মন্তব্যের পাল্টা জবাব দিলেন তৃণমূল কংগ্রেসের নেতা তথা রাজ্যের মন্ত্রী, কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় দলের বলিষ্ঠ নেত্রী। নেতৃত্ব দিতে এখনও তিনি যথেষ্ট সক্ষম। কিছু ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রীর সক্ষমতা নিয়ে প্রশ্ন তোলা যায় না। সময়ের সঙ্গে সঙ্গে সব কিছু প্রমাণিত হবে।’